বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (International Monetary Fund, IMF) ২০২২ সালের জন্য ভারতের GDP (Gross Domestic Product) বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৬.৮ শতাংশ করেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, ২০২৩ সালে ভারতের অর্থনীতি ৬.১ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলেও অনুমান করেছে IMF। তবে, পূর্বাভাস অনুযায়ী GDP বৃদ্ধির হার কমানো হলেও ভারতের অর্থনীতি দ্রুত গতিতে এগিয়ে যাবে বলেও জানা গিয়েছে। IMF বলেছে, বিশ্বের তিনটি বৃহত্তম অর্থনীতি, মার্কিন যুক্তরাষ্ট্র (১.৬ শতাংশ), চিন (৩.২ শতাংশ) এবং ইউরোপীয় ইউনিয়নের (৩.১ শতাংশ) বৃদ্ধির হার ২০২২ সালে মন্থর থাকবে। আন্তর্জাতিক তহবিল অনুসারে, বিশ্বের মুদ্রাস্ফীতি এই বছর ৯.৫ শতাংশে পৌঁছে নামতে শুরু করবে। পাশাপাশি, ২০২৪ সালের মধ্যে তা ৪.১ শতাংশে নেমে আসবে বলেও জানা গিয়েছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, জুলাইয়ের আগে, IMF অনুমান করেছিল ২০২২ সালে ভারতের GDP বৃদ্ধির হার ৭.৪ শতাংশ হবে। এই প্রসঙ্গে আন্তর্জাতিক সংস্থাটি বলেছে, দ্বিতীয় ত্রৈমাসিকে প্রত্যাশিত উৎপাদন কম এবং বাহ্যিক চাহিদার দুর্বলতার কারণে এই অনুমানের হার কমানো হয়েছে। এদিকে এর আগে, বিশ্বব্যাঙ্কও ২০২২-২৩ সালের জন্য ভারতের এই বৃদ্ধির পূর্বাভাস ১ শতাংশ কমিয়ে ৬.৫ শতাংশ করেছে।
অন্যান্য অর্থনীতির তুলনায় ভারত ভালো অবস্থানে রয়েছে: বিশ্বব্যাঙ্ক এই বৃদ্ধির হার কমিয়ে নিলেও, দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনীতিবিদ হ্যান্স টিমার জানিয়েছেন যে, ভারত দক্ষিণ এশিয়ার অন্যান্য অর্থনীতির তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছে। তিনি বলেন, “ভারত সারা বিশ্বের নিরিখে ভালো ফলাফল করছে। ভারতে, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছে প্রচুর রিজার্ভ রয়েছে। যা খুবই সহায়ক হবে।” এছাড়াও, কোভিড ১৯ সঙ্কটের সময় সক্রিয়ভাবে পরিস্থিতি মোকাবিলা করার জন্য ভারত সরকারের প্রশংসাও করেছেন তিনি।
এদিকে, RBI জানিয়েছে যে, বিশ্বব্যাঙ্ক এবং IMF দ্বারা ভারতের GDP বৃদ্ধির পূর্বাভাস RBI-এর অনুমানের চেয়ে অনেক কম। কেন্দ্রীয় ব্যাঙ্ক আশা করছে, ২০২৩-এর অর্থবর্ষে GDP-র হার ৭.২ শতাংশ বৃদ্ধি পাবে। এমনকি সাম্প্রতিক এমপিসি বৈঠকের পরেও, RBI তাতে কোনো পরিবর্তন করেনি। তবে, বিভিন্ন আন্তর্জাতিক উত্তেজনা ও বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক মন্দার কারণে নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্কও থাকতে বলেছে ব্যাঙ্কটি।
https://twitter.com/IMFNews/status/1579820463563603974?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1579820463563603974%7Ctwgr%5Ede6fe2a2e175864378b1dd3dd64e0958dab8c975%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Fbusiness%2Fstory%2Fimf-cuts-india-gdp-growth-forecast-2284063-2022-10-11
এদিকে, IMF-এর ইকোনমিক কাউন্সিলর Pierre-Olivier Gourinchas বলেছেন যে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে বিশ্বের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। পাশাপাশি, মুদ্রাস্ফীতির কারণে মানুষের ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলিও ব্যয়বহুল হয়ে উঠেছে। তিনি বলেন, ২০২৩ সালে এক-তৃতীয়াংশ দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার নেতিবাচক অবস্থায় থাকতে পারে। যা আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন ও চিনের উন্নয়নের গতিকে থামিয়ে দিতে পারে।