হাত-পা বেঁধে ভারতীয়দের ফেরাচ্ছে আমেরিকা! সামনে এল শিউরে ওঠার মতো ভিডিও, উঠছে নিন্দার ঝড়

বাংলাহান্ট ডেস্ক : ট্রাম্পের অনুপ্রবেশরোধী নীতি বাস্তবায়িত করতে আদা-জল খেয়ে মাঠে নেমে পড়েছে আমেরিকা প্রশাসন। এরই মধ্যেই আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী ১০৪ জন ভারতীয়কে ভারতে (India) ফিরিয়েছে সে দেশের প্রশাসন। সামরিক বিমানে করে শতাধিক অবৈধ ভারতীয় বসবাসকারীকে পাঠানো হয়েছে দেশে।

ভারতের (India) প্রতি আমেরিকার ব্যবহার

তবে সেই পাঠানোর প্রক্রিয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উত্তাল গোটা দেশ। ভিডিওতে দেখা গেছে, যে সকল ভারতীয়দের দেশে ফেরানো হচ্ছে তাদের হাত-পা বাঁধা রয়েছে চেন দিয়ে। এমনকি দেশে ফিরে আসা ভারতীয় নাগরিকরাও এমনটাই জানিয়েছেন। বিষয়টি নিয়ে ভারতের (India) বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই প্রতিক্রিয়াও দিয়েছে।

আরোও পড়ুন : ক্ষুব্ধ হাইকোর্ট, রাজ্যের একাধিক স্কুলকে জরিমানা বিচারপতির

আমেরিকা (United States of America) থেকে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, হাত-পা বেঁধে অবৈধ বসবাসকারীদের তোলা হচ্ছে সামরিক বিমানে। সোশ্যাল মিডিয়ায় সেই প্রক্রিয়ার ভিডিও পোস্ট করেছেন ইউএস বর্ডার পেট্রল প্রধান মাইকেল ব্যাঙ্কস। পাশাপাশি হুঁশিয়ারি সুরে মাইকেলের বক্তব্য, ‘অবৈধভাবে প্রবেশ করলে এই ভাবেই সরিয়ে দেওয়া হবে তোমাদের।”

Immigrants of India and USA activity

এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে মাইকেল লেখেন, ‘অবৈধভাবে যারা বাস করছিল সেইসব এলিয়েনদের ভারতে পাঠানো হয়েছে। কেউ যদি বেআইনিভাবে দেশে প্রবেশ করে তাহলে তাকে সরিয়ে দেব আমরা।’ সূত্রের খবর, যে ১০৪ জন ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন ৩০ জন করে পাঞ্জাব, গুজরাত এবং হরিয়ানারা বাসিন্দা। এছাড়াও, মহারাষ্ট্রের ৩ জন, উত্তরপ্রদেশ এবং চণ্ডীগড়ের ২ জন বাসিন্দাও রয়েছেন এদের মধ্যে। 

দেশে ফিরে এসে অনেকেই নিজেদের দুঃস্বপ্নের দিনগুলির কথা জানিয়েছেন সংবাদমাধ্যমে। দেশে ফিরে আসা ভারতীয়রা জানিয়েছেন, আমেরিকায় যাওয়ার পর অধিকাংশই ছিলেন ডিটেনশন ক্যাম্পে। সেখান থেকেই তাদের হাত-পা বেঁধে বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে। ভারতের অমৃতসরে বিমান অবতরণ করার পরে খোলা হয়েছে শিকল।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর