শত্রুতা তো অনেক হল! এবার মলদ্বীপের পাশেই দাঁড়াল ভারত, নয়া উদ্যোগে উপকৃত হবে দুই দেশই

বাংলাহান্ট ডেস্ক : ভারত (India) ও মলদ্বীপের (Maldives) মধ্যে চলা ‘ঠান্ডা লড়াই’ গত কয়েক মাসে বারবার উঠে এসেছে খবরের শিরোনামে। মলদ্বীপের পক্ষ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের নির্দেশ হোক কিংবা ভারতীয় সেনার নিয়ম লঙ্ঘনের অভিযোগ হোক, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক অতীতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে মলদ্বীপ।

তবে এই আবহে পুরনো শত্রুতা ভুলে ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিল মলদ্বীপের দিকে। ভারতের পাশাপাশি চিনও সংকটের দিনে পাশে থাকার বার্তা দিয়েছে মলদ্বীপের। ভারত ও চিন জানিয়েছে যে তারা আমদানি ক্ষেত্রে সহায়তা করবে মলদ্বীপকে। মার্কিন ডলারের পরিবর্তে নিজেদের দেশের মুদ্রাতে এই দুই দেশ বাণিজ্য করবে বলে জানিয়েছে।

আরোও পড়ুন : এবার ভারতীয় সেনা নতুন রূপ দেখবে বিশ্ব! যুদ্ধ হবে মহাভারতের স্টাইলে

ভারতীয় হাই কমিশনার মুনু মাহোয়ারের সাথে সপ্তাহ দুয়েক আগে সাক্ষাৎ করেন মলদ্বীপের ইকোনমিক ডেভেলপমেন্ট মিনিস্টার মহম্মদ সৈয়দ। ভারতের তরফ থেকে সেখানে বলা হয় আমদানি ক্ষেত্রে ভারত নিজস্ব মুদ্রা ব্যবহার করবে। ভারতের পাশাপাশি এই একই আশ্বাস দিয়েছে চিনও। দুদিন আগে মলদ্বীপকে চিঠি দিয়ে চিনের বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন যে আমদানি ক্ষেত্রে তারা নিজস্ব মুদ্রা ব্যবহার করবে।

আরোও পড়ুন : বডি ‘পিস পিস’ করাই ছিল টার্গেট! কসাই আনা হয় মুম্বাই থেকে, বাংলাদেশের সাংসদ খুনে CID’র ফাঁদে ১

জানা গেছে, মলদ্বীপ ভারত থেকে ৭৮০ মিলিয়ন মার্কিন ডলার ও চিন থেকে ৭২০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে থাকে। তাই সেক্ষেত্রে স্থানীয় মুদ্রায় পেমেন্ট করা যেত না। তবে ভারত ও চিন যদি স্থানীয় মুদ্রায় পেমেন্ট চালু করে তাহলে বার্ষিক প্রায় ১.৫ মিলিয়ন মার্কিন ডলার মলদ্বীপ সরকারের সাশ্রয় হবে ইমপোর্ট বিল থেকে।

অন্যদিকে, স্থানীয় মুদ্রা ব্যবহার করে আমদানি করলে বাড়বে বিদেশী মুদ্রার ভান্ডার। প্রসঙ্গত, মহম্মদ মুইজ্জু গত নভেম্বর মাসে মলদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। ‘চিনপন্থী’ হিসাবে পরিচিত মহম্মদ মুইজ্জু ক্ষমতায় আসার পর মলদ্বীপের সাথে ভারতের সম্পর্ক বেশ অবনতি হয়েছে। মহম্মদ মুইজ্জুর ক্যাবিনেটের তিন মন্ত্রী অবমাননাকর মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে।

What did the President of Maldives Mohamed Muizzu say.

তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ‘বয়কট মলদ্বীপ’ ডাক ওঠে। এছাড়াও সেদেশ থেকে ভারতীয় সেনা সরিয়ে নেওয়ার আদেশ দেন মুইজ্জু। ১০ই মে’র মধ্যে মলদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রতাহার করে নেওয়া হয়। এই ধরনের একাধিক পরিস্থিতি নিয়ে ভারত ও মলদ্বীপের মধ্যে সম্পর্কে ফাটল ধরে। তবে শত্রুতা ভুলে ভারত সাহায্য করার জন্য ফের একবার হাত বাড়াল মলদ্বীপের দিকে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর