সর্বরোগের একটাই মোক্ষম ঔষধ! রইল নিমপাতার গুণাবলি

বাংলাহান্ট ডেস্কঃ মানুষের শরীরে নিত্যদিন নানা ধরনের অসুখ বিসুখ লেগেই রয়েছে। সামান্য অসুখেই অনেকে ভয়ে ডাক্তারের কাছে ছুটছেন, আবার অনেকে এমনও আছেন টাকা খরচার ভয়ে ডাক্তারই দেখাতে চান না। তবে ঘাবড়ে যাবেন না। আগে বুঝুন আপনার সমস্যাটা কোথায় হচ্ছে। তারপর ধীরে ধীরে হাতের কাছে থাকা এই স্পেশাল ওষুধ ব্যবহার করে, নিজের রোগ সারিয়ে তুলুন।

ভাবছেন, কি এমন স্পেশাল ওষুধ, যা ব্যবহার করলে যে রোগ সেরে যাবে। হ্যাঁ আপনার হাতেই কাছেই রয়েছে সর্বরোগের মোক্ষম ঔষধ নিমপাতা (neem)। এককথায় নিমপাতার গুণাবলী বলে শেষ করা মুশকিল। তাই আজ জেনে নিন নিমপাতা ব্যবহার করে কিভাবে রোগ থেকে মুক্তি পাবেন।

article5 neemoi 1525090689

নিমপাতা বেটে সেটাকে সেদ্ধ করে শুধুমাত্র জলটা স্নানের জলে মিশিয়ে স্নান করলে, চুলকানি ও খোস-পাচড়ার থেকে মুক্তি পাবেন।

নিমপাতা হালকা সেদ্ধ করে কাঁচা খাওয়াতে পারলে, শিশুদের পেটে কৃমি দূর হয়।

নিমপাতার রস গরম জলে মিশিয়ে ৩-৪ দিন খেয়ে দেখবেন, সর্দি কাশির দরুণ বুকে জমা কফ নিমেষে উধাও হবে।

neem leaves uses

প্রতিদিন সকালে খালি পেটে পাঁচটা গোলমরিচ ও ১০-১৫ টি নিমপাতা বেটে খেলে, ডায়াবেটিস রোগীরা উপকার পাবেন।

সকাল বিকেল গরম জলের মধ্যে কয়েক ফোঁটা নিম পাতার রস খেলে, পেটের নামা সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।

নিম তেল মুখের ব্রণকে নির্মূল করে দেয়।

সম্ভব হলে নিম গাছের ডাল বা নিম গাছের ছাল গুঁড়ো দিয়ে দাঁত মাজলে, দাঁত ভালো থাকে।

Smita Hari

সম্পর্কিত খবর