বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের আবহে সরকারি কর্মীদের (Government Employees) মাথায় বাজ। সরকারি ক্ষেত্রে কর্মীদের কাজ নিয়ে হামেশাই অভিযোগ উঠে থাকে। সরকারি পরিষেবায় ঢিলেমি, সরকারি কর্মীদের ঠিক ভাবে কাজ না করা এইসব নিয়ে সাধারণ মানুষের মনে অসন্তোষ রয়েছে। এবার এর জেরেই কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে সরকার (Central Government)। শোনা যাচ্ছে ইতিমধ্যেই এই নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি ক্ষেতেও খোয়া যেতে পারে চাকরি!
সূত্রের খবর, সম্প্রতি কেন্দ্রীয় সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন। তিনি সাফ বলেছেন, যে সকল সরকারি কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এবং যাদের কাজের মান নিয়ে প্রশ্ন ওঠে, তাদের ছাঁটাই করা প্রয়োজন। ‘জনস্বার্থে’ এই বিষয়ে পদক্ষেপ করার জন্য সমস্ত কেন্দ্রীয় সচিবদের নির্দেশ দিয়েছেন।
এই বিষয়ে সিসিএ পেনশন রুলের, মৌলিক ধারা ৫৬(জে)-র উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। মন্ত্রক এবং দফতরে কোনো সরকারি কর্মী ঠিক ভাবে কাজ না করলে এবং যে সকল সরকারি কর্মচারী দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের ‘জনস্বার্থে’ অবসরে পাঠানোর জন্যে পদক্ষেপ করতে কেন্দ্রীয় সচিবদের নির্দেশ দিয়েছেন তিনি।
জানিয়ে রাখি, সিসিএ পেনশন রুলের ৪৮ নং ধারা অনুযায়ী, যে সকল সরকারি কর্মীদের চাকরি ৩০ বছর বা তার বেশি সময়ের হয়ে গিয়েছে, সরকার চাইলে তাদের ‘জনস্বার্থে’ ছাঁটাই করতে পারে। যেসব সরকারি কর্মীদের বয়স ৫৫ বা তার বেশি, সেই সব কর্মীদের উপর এর প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন: আমরণ অনশনের মাঝেই জুনিয়র ডাক্তারদের দাবি মানল সরকার! শুনেই দেবাশিসরা বললেন…
টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুযায়ী, এই নিয়ম জারি করে ইতিমধ্যেই সরকারি দফতরগুলি ৫০০ অফিসারকে ছাঁটাই করা হয়েছে। আর এই তথ্য সামনে আসার পর থেকেই সরকারি কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। জানিয়ে রাখি, এই ধরনের অবসরের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীকে তিন মাসের নোটিশ বা তিন মাসের আগাম বেতন প্রদান করতে হয় সরকারকে।