‘২৪ ঘন্টা ওয়াশরুমে যেতে দেয়নি, ওরা ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে আমাকে’, মৃত্যুভয়ে আর্তনাদ ইমরান খানের

বাংলা হান্ট ডেস্ক : দু’দিন আগেই গ্রেফতার করা হয়েছে পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan)। তার জেরে অগ্নিগর্ভ পাকিস্তান। এর মাঝেই প্রকাশ্যে এল বিস্ফোরক তথ্য। সূত্রের খবর, কোর্টের শুনানির সময় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা পিটিআই (PTI) প্রধান ইমরান খান জানান, ‘গত ২৪ ঘণ্টায় আমি ওয়াশরুমে যাইনি। আমি ভয় পাচ্ছি ওরা হয়তো আমায় মেরে ফেলবে। ওরা আমাকে ইঞ্জেকশন দিয়ে দেবে। আর আমি আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাব।’

এমন চাঞ্চল্যকর দাবি ইমরানের। প্রসঙ্গত মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্টের বাইরে আধা সামরিক বাহিনী ইমরান খানকে গ্রেফতার করে। তবে প্রাক্তন পাকিস্তান প্রধানমন্ত্রীর যে জীবনের ঝুঁকি রয়েছে তা মেনে নিচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।

   

imran khan arrest

তোষাখানা দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় ইমরান খানকে। এনএবির ৮দিনের হেফাজতে পাঠানো হয়েছে ইমরানকে। একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল আদালত চত্বর। ন্যাশানাল অ্যাকাউন্টেবেলিটি ব্যুরো ১৪ দিনের রিমান্ড চেয়েছিল। তবে ৮দিনের রিমান্ড মিলেছে।

এদিকে তদন্ত চলছে ইমরানের স্ত্রীর বিরুদ্ধেও। তাঁর বিরুদ্ধে বিপুল সম্পত্তি করার অভিযোগ রয়েছে। যার জেরে পাকিস্তানের জাতীয় সম্পত্তির প্রায় ১৯০ মিলিয়ন পাউন্ড ক্ষতিগ্রস্ত হয়। এদিকে তোষাখানায় মামলায় অভিযুক্ত ইমরান। তিনি নাকি একাধিক বিলাসবহুল গাড়ি উপহার হিসাবে পেয়েছিলেন। কিন্তু সেটা তিনি সরকারি তালিকাভুক্ত করেননি। তিনি সরকারি উপহারকে ব্যক্তিগত বলে চালিয়ে দিয়েছিলেন। তিনি এভাবে আইন ভেঙেছিলেন বলে অভিযোগ।

ইমরান খানকে গ্রেফতার করার পরেই করাচি, পেশোয়ার, রাওয়ালপিন্ডি, লাহোর সহ পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় অশান্তি একেবারে চরমে। বিভিন্ন জায়গায় মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় সেনা নামাতে হয়েছে। অশান্তি মোকাবিলায় বিশাল বাহিনী নামানো হয়েছে। কিন্তু তবুও থামছে না অশান্তি। বিভিন্ন জায়গায় আগুন জ্বালানো হচ্ছে। চলছে ভাঙচুর।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর