দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে তুমুল ঝড় পাকিস্তানে, ‘আমি টমেটো, তেলের দাম কমাতে আসিনি’ বললেন ইমরান খান

গোটা বিশ্ব (World) মুদ্রাস্ফীতির কারণে তোলপাড়। পাকিস্তানের (Pakistan) মানুষও মুদ্রাস্ফীতিতে ভুগছে। এবার সেই আঁচে শান দিলো পাকিস্তানের বিরোধী দলগুলি। তাদের দ্বারা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় আর সেই কারণেই এবার তাদের ওপর চটে বসলেন প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খান রবিবার বিরোধী দলগুলিকে আক্রমণ করে বলেন, “তিনি “আলু এবং টমেটো” এর দাম ঠিক করার জন্য রাজনীতিতে আসেননি।”

বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির কারণে ভুগছে বিশ্ব। এর কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় মধ্যবিত্তের হেঁসেলে যে টান পড়েছে তা বলাবাহুল্য। আর এর ফলেই পাকিস্তানে সরকারের বিরুদ্ধে বর্তমানে হয়ে চলেছে বিরোধীদের একের পর এক আক্রমণ কর্মসূচি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একটি রাজনৈতিক সমাবেশে ভাষণ দিতে গিয়ে বিরোধীদের উদ্দেশ্যে বলেন, “আলু-টমেটোর দাম নিয়ন্ত্রণে আমি রাজনীতিতে আসিনি।” এছাড়াও তিনি কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ করেন এদিন।

ইমরান খান বলেন, “আমি দেশের তরুণদের উন্নতির জন্য রাজনীতিতে এসেছি। আলু-টমেটোর দাম নিয়ন্ত্রণে করতে নয়।” আগামী দিনে যারা তাঁকে সরানোর চেষ্টা করছে তারা নিজেদের কৌশলে নিজেরাই ফাঁসবে বলে তাঁর মত।

2019 11image 15 50 177920866tomato

ইমরান খান নিজের লক্ষ্য জানিয়ে বলেন তিনি পাকিস্তানকে একটি মহান দেশে পরিণত করার উদ্দেশ্য সফল করতেই প্রধানমন্ত্রী হয়েছেন। তাঁর আরো বিশ্বাস, সরকারের সময়কালে দেশের তরুণদের স্বার্থ তারা সবার আগে রেখে চলবে। তিনি আরো বলেন, “রাজনীতিতে যোগ দিয়ে আমি কোনো ব্যক্তিগত সুবিধা পাইনি আর পেতেও চাইনা।” ফলে, মুদ্রাস্ফীতির মধ্যেও বিরোধীদের চুপ করার কৌশলে ইমরান খান যে মাত দিয়েছেন তা বলাবাহুল্য।

ad

Sayan Das

সম্পর্কিত খবর