কাঙাল পাকিস্তানে আজব নিরাপত্তা ব্যবস্থা! ‘বুলেটপ্রুফ বোরখা’ পরিয়ে আদালতে পেশ ইমরান খানকে

বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তান এই মুহূর্তে কেবলমাত্র অর্থনৈতিকই নয়, রাজনৈতিক টালমাটাল অবস্থার মধ্যে দিয়েও যাচ্ছে। শেহবাজ শরিফের সরকারের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করে গিয়েছেন বিরোধী নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। সম্প্রতি তাঁকে গ্রেফতারও করা হয়। এ বার লাহোর আদালতের বাইরে ইমরানকে যে অবস্থায় দেখা গেল সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কড়া নিরাপত্তার ঘেরাটোপে সন্ত্রাস-বিরোধী আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। ইমরানকে ঘিরে থাকা নিরাপত্তারক্ষীদের বুলেটপ্রুফ বলিস্টিক শিল্ড পরা অবস্থায় দেখা যাচ্ছে। ইমরান খানকে চারদিকে থেকে ঘিরে নিয়ে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। এত কড়া নিরাপত্তা দেওয়ার কারণ যাতে কেউ ইমরানকে লক্ষ্য করে গুলি চালাতে না পারে।

শুধু তাই নয়, আরও একটি জিনিস লক্ষ্য করা গিয়েছে ভিডিওতে। ইমরানের মাথা থেকে কাঁধ অবধি একটি গোল বুলেটপ্রুফ টুপি দিয়ে ঢাকা। সেই টুপিতে একটি ছোট্ট ছিদ্র রয়েছে যেখান দিয়ে বাইরে দেখতে পাচ্ছেন ইমরান। সোশ্যাল মিডিয়ায় এটিকেই বলা হচ্ছে পাকিস্তানে জেড প্লাস নিরাপত্তা। জানা গিয়েছে, এই ভিডিওটি গত ৪ এপ্রিলের। ইমরান খানের এই কড়া প্রহরার ছবি শেয়ার করা হয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-এ-ইনসাফের পেজ থেকেও। 

imran khan burkha

উল্লেখ্য, এ দিন ইমরানের জামিন আগামী ১৩ এপ্রিল অবধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে লাহোরের সন্ত্রাস-বিরোধী আদালত। ইমরান খান আদালতে যাওয়ার পর বিচারক আবের গুল খান তাঁর জামিনের সময়সীমা বাড়ানোর নির্দেশ দেন। একাধিক মামলার ক্ষেত্রে এই নির্দেশ দিয়েছেন তিনি। এর আগের শুনানিতে বিচারক ইজাজ আহমেদ বুট্টার ইমরানকে নির্দেশ দিয়েছিলেন প্রতিটি শুনানিতে হাজিরা দেওয়ার। একইসঙ্গে তদন্তে পুলিশের সহযোগিতা করারও নির্দেশ দিয়েছিলেন তিনি।

ইমরান এবং তাঁর দলের অন্যান্য কিছু নেতার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে জামান পার্কের বাড়িতে তল্লাসি চালাতে যাওয়া পুলিশের উপর আক্রমণ, সরকারি সম্পত্তি ধ্বংস এবং সংঘর্ষ বাঁধানোর মতো অভিযোগও রয়েছে। পিপিসি-র বিভিন্ন ধারায় ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ৩ নভেম্বর ওয়াজিরাবাদে একটি লং মার্চের সময় ইমরানের উপর প্রাণঘাতী হামলা হয়েছিল। তাতে বরাতজোরে বেঁচে গিয়েছিলেন তিনি। এরপর সরকারের বিরুদ্ধে তাঁকে হত্যার চেষ্টার অভিযোগ করেন ইমরান। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর