করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন।আর এবার পাকিস্তানে লক ডাউন করেছেন ইমরান খান।
তিনি জানান আমেরিকার মতো ধনী দেশ না হলেও তাদের ইসলাম আছে। বাড়িতে থেকে সবাইকে সুস্থ আর সচেতন থাকার নিদান দিয়েছেন। গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৬৩ হাজার ৯২৮। মৃত্যু হয়েছে প্রায় ৩৩ হাজারের বেশী মানুষের।
করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর ভারোতেও এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা প্রায় ১১০০। আর পশ্চিমবঙ্গে করােনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৮ জন, মৃত্যুও হয়েছে ১ জনের।
খান জানিয়ে দেন যে সম্ভাব্য লকডাউনের মধ্যে দরিদ্রদের রেশন দরকার, যারা সাহায্য করতে চান তারা ফেসবুক পেজের মাধ্যমে সরকারের কাছে পৌঁছে যেতে পারে। একদিকে আমাদের এমন জায়গা থাকবে যেখানে গ্রামে বসে লোকদের রেশন দরকার তারা সেখানে সাহায্য করতে পারবেন। অন্যদিকে যারা অনুদান দিতে চান তারাও সাহায্য করতে পারবেন। সব মিলিয়ে ইমরান খান জানান এভাবেই সাহায্য করার মাধ্যমে আমরা পরিষেবা দিতে পারি।