টস করতে যেতাম তখন ভারত আমাকে দেখে ভয় পেত, অদ্ভুত মন্তব্য ইমরান খানের

ক্রিকেট ম্যাচ এ ভারতীয় এবং পাকিস্তানের দ্বন্দ্ব কোনো নতুন বিষয় নয়, হয়তো প্রত্যেক ভারতীয় বা পাকিস্তানী খেলার সময় তা অনুভব করতে পারে। এই প্রসঙ্গে পাকিস্তান এর প্রাক্তন অধিনায়ক এবং প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করেছেন। এখানে ইমরান খান বলেছিলেন, আমি ভারতীয় দলের পক্ষে খারাপ লাগার কারণ আমরা প্রায়শই তাদের পরাজিত করেছিলাম।

ভারতীয় দল অনেক চাপে থাকত। আমি যখন ভারতীয় অধিনায়কের সাথে টস করতে গিয়েছিলাম, তখন আমি তার ( অধিনায়ক) দিকে অনেকবার তাকিয়েছি । তার মুখে ভয় দেখেছি। কিন্তু সেই দিনগুলিতে, আমাদের প্রতিদ্বন্দ্বী দল ভারত ছিল না।
আর ইমরান খানের এই মন্তব্য অনেকেরই কাছে হাসির মনে হয়েছে।

দিন তিনি বলেন এখন পর্যন্ত ৫৯ টি টেস্ট ম্যাচ খেলেছে এই দুই দল । একই সময়ে, দুটি দলের মধ্যে খেলা ১৩২ টি ওয়ানডের মধ্যে পাকিস্তান জিতেছে ৭৩ টি।এর মধ্যে পাকিস্তান জিতেছে ১২ টি।

তিনি সব বলার পর এও স্বীকার করেন বিশ্বকাপে সবসময়ই ভারতের শীর্ষস্থানীয় ছিল এবং সে কারণেই কোনও ফরম্যাটের বিশ্বকাপে পাকিস্তান একবারও টিম ইন্ডিয়াকে পরাস্ত করতে পারেনি।


সম্পর্কিত খবর