ক্যাপ্টেন নট আউট! অনেক নাটকের পর জামিন পেলেন ইমরান খান, যুদ্ধ জয়ের আনন্দ PTI সমর্থকদের

বাংলা হান্ট ডেস্ক : অবশেষে জামিন পেলেন ইমরান খান (Imran Khan)। পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জামিন দিল ইসলামাবাদ হাইকোর্ট। তবে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় নয়, পাকিস্তানে ছড়ানো হিংসায় প্ররোচনা দেওয়ার মামলায় আগামী ২৩ মে অবধি জামিন পেলেন ইমরান খান।

বিশেষ সূত্রে খবর, এ দিন ইমরান খান আদালতে তাঁর বিরুদ্ধে করা সমস্ত মামলার একত্রিত শুনানির আর্জি জানিয়েছেন। একইসঙ্গে তিনি ফের গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ইসলামাবাদ হাইকোর্টে এসে পৌঁছন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁকে চারপাশ থেকে ঘিরে রেখেছিলেন পুলিস ও পাক রেঞ্জার্সরা। কাঁটাতারের বেড়াজাল দিয়ে গোটা আদালত চত্বর ঘিরে ফেলা হয়।

   

imran

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন মঞ্জুর করেছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়। আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় শুক্রবার দুপুরে ইমরান খানকে আদালতে নেওয়া হয়। ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াঁগুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের গ্রেফতারিকে ‘বেআইনি’ বলে ঘোষণা করে। ইমরান খানকে হাজির করা উপলক্ষে ইসলামাবাদ হাইকোর্টে বাড়তি পুলিস ও অন্যান্য বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আদালতের মূল ফটকে পেচানো কাঁটাতার ফেলে নিরাপত্তা বুহ্য সৃষ্টি করা হয়েছে।

আগামী ২৩ মে পর্যন্ত জামিনের মেয়াদ। তবে তিনি এখনই মুক্তি পাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রসঙ্গত, ইমরানের বিরুদ্ধে সব মিলিয়ে ১২১টি মামলা ঝুলছে। এদিকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পাক সুপ্রিম কোর্টকে কটাক্ষ করেছেন। ইমরানের জামিনের খবরে উৎসবে মেতেছেন পিটিআই কর্মীরা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর