বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানে তালিবান কবজা করার পর থেকেই পাকিস্তানের (Pakistan) জ্বিভ দিয়ে লালা টপকাচ্ছে। তাঁদের এখন একটাই স্বপ্ন, সেটা হল পাকিস্তানের মতো আফগানিস্তান থেকেও জঙ্গি নেটওয়ার্ক চালানো। আর সেই কারণে তালিবানকে খুশি রাখতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে পাকিস্তানের ইমরান সরকার (Imran Khan Government)। দুদিন আগে তালিবানরা কাবুলে কবজা করার পড় খোদ ইমরান খান বলেছিলেন যে, বন্দির শিকল থেকে মুক্তি পেলো আফগানিস্তান।
আর এবার তালিবানকে খুশি করার জন্য পাক সরকার বুধবার তালিবানের সক্রিয় সদস্য তথা কুখ্যাত জঙ্গি সৈয়দ মুল্লা মহম্মদ রসুলকে মুক্তি দিল।
মুল্লা বিগত পাঁচ বছর ধরে পাকিস্তানের জেলে বন্দি ছিল। ৫৬ বছর বয়সী তালিবানের কুখ্যাত জঙ্গি মুল্লাকে ২০১৬ সালের মার্চ মাসে পাকিস্তান আর আফগান সীমান্তবর্তী বালুচিস্তান থেকে গ্রেফতার করা হয়েছিল।
রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, মুল্লা মহম্মদ রসুল তালিবানের এক কুখ্যাত সদস্য। কিন্তু আখতার মন্সুরের তালিবানি প্রধান হওয়ার বিরোধিতা করে মুল্লা নিজের একটা আলাদা সংগঠন বানিয়ে নেয়। এরপর পাকিস্তান তাঁকে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দেয়। ২০১৬ সাল থেকে সে জেলে বন্দি অবস্থায় ছিল। কিন্তু এখন সে মুক্ত।