বাংলা হান্ট ডেস্কঃ আর কিছুদিন পরেই স্বাধীনতার 75 তম বার্ষিকী পালন করবে পাকিস্তান! আর তার আগেই চিরাচরিত ভাবে গদি থেকে সরলেন পাকিস্তানের আরেক প্রধানমন্ত্রী! চিরাচরিত বলার কারণ হল, এত বছরের ইতিহাসে পাকিস্তানে এখনও পর্যন্ত কোনও প্রধানমন্ত্রীই নিজের 5 বছরের কার্যকাল সম্পূর্ণ করতে পারেন নি। আর সেই ট্র্যাডিশন বজায় রাখলেন ক্রিকেটার থেকে দেশের উজিরে আজম হওয়া ইয়ার্কার কিং ইমরান খান।
গদিতে বসার সময় নয়া পাকিস্তান গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন পাকিস্তানকে একমাত্র ক্রিকেট বিশ্বকাপ এনে দেওয়া ইমরান খান। কিন্তু নতুন পাকিস্তান তো দূরের কথা, পুরোনো পাকিস্তানের থেকেও বাজে শাসন করে কুখ্যাতি কামান তিনি। মুখে জঙ্গি গতিবিধিতে লাগাম লাগানোর কথা বললেও, ওনার আমলে পাকিস্তানে জঙ্গি গতিবিধি বেড়ে যায় কয়েক গুন। পাশাপাশি অত্যাধিক চীন প্রীতিও পাকিস্তানের দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়।
দেশে বেকারত্ব, মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলেও ইমরান খান সেদিকে নজর না দিয়ে তালিবানকে বিশ্বের সমর্থন পাইয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছিলেন। ফলস্বরূপ দেশের বিরোধী দলগুলোর পাশাপাশি জনতাও ওনার উপর রুষ্ট হয়ে যায়। ওর এই সুযোগেই বিরোধীরা সংসদে অনাস্থা প্রস্তাব পেশ করেন।
যদিও, অনাস্থা প্রস্তাব নিয়েও কম নাটক হয়নি পাকিস্তানে। ইমরান খান ভোট নিয়ে ভয় পেয়ে সংসদই ভেঙে দেন। তিনি অনড় ছিলেন ইস্তফা না দেওয়ায়। আর এই কারণে শনিবার পাক সংসদে আস্থা প্রস্তাবে ভোটিংয়ে আপত্তি জাহির করে পদত্যাগ করেন ইমরান খানের স্নেহভাজন স্পিকার।
যদিও, এই পদত্যাগও বাঁচাতে পারল না ইমরান খানকে। অবশেষে সংসদে ইমরান সরকার পতনের পক্ষে 174টি ভোট পড়ে। এর সাথে সাথেই পাকিস্তানে ইমরান যুগের অবসান ঘটল। পাশাপাশি ইমরান খান বর্তমানে পাকিস্তান ছেড়ে কোথাও যেতে পারবেন না। ওনার বিদেশ সফরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে।