দুর্নীতির কারণে ১৪ বছরের কারাদণ্ড! জেলবন্দি অবস্থাতেই নোবেল শান্তি পুরস্কার পাবেন ইমরান খান?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ক্রিকেটের বাইশ গজ ছেড়ে পা রেখেছিলেন রাজনীতিতে। প্রধানমন্ত্রী হয়েও বসেছিলেন দেশের মসনদে। সেখান থেকে আপাতত ঠিকানা শ্রীঘর। আর এবার জেলবন্দি ইমরান খানের (Imran Khan) নামই মনোনীত হল নোবেল শান্তি পুরস্কারের জন্য। দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় ইমরানের (Imran Khan) বিশেষ ভূমিকা পালনের জন্য নোবেল কমিটির কাছে নাম প্রস্তাব করা হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর।

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ইমরান খানের (Imran Khan) নাম

মেম্বারস অফ দ্য পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স এর তরফে এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয়েছে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে। পাকিস্তানে গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় তা কাজের জন্য তাঁর নাম প্রস্তাব করা হয়েছে।

Imran khan name nominated for nobel peace prize

ইমরানের নাম প্রস্তাব সংগঠনের: মেম্বারস অফ দ্য পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স একটি মানবাধিকার সংগঠন যা তৈরি হয়েছিল গত ডিসেম্বর মাসে। নরওয়ের রাজনৈতিক দল পারটেইট স্যানট্রামের সঙ্গে যুক্ত এই সংগঠন। মানবাধিকার রক্ষার জন্যই মূলত কাজ করে থাকে এই সংগঠন।

আরো পড়ুন : “মোদী সুস্থ থাকুন, দীর্ঘায়ু হন”, ইদে ওয়াকফ-ক্ষোভের মাঝেই দিল্লির জামা মসজিদে নমো’র জন্য প্রার্থনা

আগেও মনোনীত হয়েছিলেন: প্রতি বছর নরওয়ের নোবেল কমিটির কাছে পুরস্কারের জন্য জমা পড়ে কয়েকশো নাম। এর মধ্যে ইমরান খান (Imran Khan) আদৌ নোবেল পাবেন কিনা তা অবশ্য এখনো নিশ্চিত নয়। আট মাস ধরে একাধিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত করা হয় নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম। এর আগে ২০১৯ সালেও নোবেল শান্তি পুরস্কারের জন্য নাম মনোনীত হয়েছিল ইমরানের (Imran Khan)। কিন্তু সেবারেও ভাগ্যে শিকে ছেঁড়েনি তাঁর।

আরো পড়ুন : ব্যাঙ্ককের মানুষদের এইভাবে ধোঁকা? ভূমিকম্পই খুলে দিল চিনের মুখোশ, বড় অ্যাকশন সরকারের

ইমরান খানের বর্তমান ঠিকানা রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে। তোষাখানা মামলায় ২০২৩ সালের ৫ ই অগাস্ট গ্রেফতার হয়েছিলেন ইমরান খান। প্রথমে পঞ্জাব প্রদেশের অটোক জেলে রাখা হয়েছিল তাঁকে। পরে তাঁকে স্থানান্তরিত করা হয়।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X