নিখোঁজ ইমরান খানের ভাগ্নে হাসান নিয়োজি, জোর তল্লাশি পাকিস্তান জুড়ে

Published On:

বাংলা হান্ট ডেস্ক : লাহোরের পঞ্জাব ইনস্টিটিউট অফ কার্ডিওলজিতে ভাঙচুড়ের ঘটনায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্নে নিয়োজির নাম জুড়তেই গা ঢাকা দিলেন হাসান নিয়োজি। তাঁকে খুঁজে বার করতে ইতিমধ্যেই গোটা পাকিস্তান জুড়ে চলছে চিরুনী চল্লাশি। পাক পুলিশের তরফ থেকে প্রাথমিক ভাবে জানানো হয়েছে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতেই তিনি পালিয়েছেন। ওই হাসপাতালে হিংসাত্মক ঘটনার জন্যই তাঁকে খুঁজছে পাক পুলিশ।

জানা গিয়েছে পিআইসিতে যে রোগী মৃত্যুকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছিল তাতে নাম জুড়েছে ইমরান খানের ভাগ্নের। কারণ, যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্য়ে এসেছে তাতে বেশ কয়েকজন কোট পড়া আইনজীবিকে হাসপাতালে ঢুকে ভাঙচুর করতে দেখা যায় আর তাঁদের মধ্যেই ছিলেন নিযোজি। যদিও প্রথমে পুলিশের তরফ তাঁর বরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

কিন্তু
পরে এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই নিয়োজির বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করতে বাধ্য় হয় পুলিশ। যদিও এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন স্বয়ং হাসান নিয়োজি। তাই ট্যুইটারে একটি পোস্ট করে ক্ষমাও চেয়েছেন তিনি।

X