পাকিস্তানের সার্ভেতে বড়ো পর্দাফাঁস:ইমরান খানের উপর সন্তুষ্ট নয় আমজনতা

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (India) উপর হামলা চালানোর জন্য মুখিয়ে থাকা ইমরান খান (Imran Khan) এবার নিজেই বিপদে পড়েছেন। নিজের দেশেই এবার তিনি বিপাকে পড়েছেন। এক অন্তরাস্ট্রীয় সার্ভে করে জানা যায়, ইমনার খানের নিজের দেশ অর্থাৎ পাকিস্তানের (pakistan) বেশিরভাগ মানুষ তাঁকে একদমই পছন্দ করেন না।

Imran khan sad

অন্তরাস্ট্রীয় সার্ভে সংস্থা গ্যালুপ (Gallup) একটি সার্ভে মারফৎ জানতে পারে দেশের বেশির ভাগ মানুষ পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে বিন্দুমাত্র পছন্দ করেন না। এই সরকারের কাজকর্ম একদমই পছন্দ করেন না তারা। এই সার্ভে সম্প্রতি ফেব্রুয়ারী মাসে করে এই রিপোর্ট জমা দেয় এই সংস্থা। তারা বলেন, খুব অল্প সংখ্যক মানুষ আছেন, যারা এই সরকারের কাজকর্ম পছন্দ করেন। বেশির ভাগ মানুষ এটা বলে যে ইমরান সরকার ঠিকভাবে দেশ চালাতে পারছেন না। আগের সরকারের তুলনায় এই সরকার অনেক পিছিয়ে। মূল বিষয় হল এই পাক সরকাররে এই কাজকর্মে অসন্তুষ্ট মানুষের মধ্যে মহিলা অপেক্ষা পুরুষ মানুষের সংখ্যা অনেক বেশি।

এমনকি যুব সম্প্রদায়ের মধ্যেও সরকারের কাজকর্ম নিয়ে মত পার্থক্য দেখা যায়। তাঁদের কথা হল আমরা কি কারণে এই সরকারকে পছন্দ করব? যেখানে পাকিস্তানে গরীব দুঃখী মানুষের সংখ্যা অনেক বেশি রয়েছে, কিন্তু সরকার তাঁদের সাহায্য না করে সন্ত্রাসমূলক কাজকর্মে সেনা বাহিনীকে প্রচুর পরিমাণে অর্থের জোগান দিয়ে চলেছে। কিন্তু পাক প্রধানমন্ত্রী তাঁর দেশের নাগরিকদের মধ্যেকার এই মতপার্থক্যের বিষয়কে তেমনভাবে গুরুত্ব দিচ্ছেন না।

সব্জির দাম আগেই আকাশ ছোঁয়া ছিল। আর এখন আটার দামও অনেক বেড়ে গেছে। যার ফলে সাধারণ মানুষ আরও ক্ষিপ্ত হয়ে পড়ছে সরকারের উপর। এই পরিস্থিতিতে দেশের মধ্যেকার সুদিন ফিরিয়ে আনার চিন্তা না করে ইমরান খান কাশ্মীর (Kashmir) নিয়ে ভারতের বিরুদ্ধে লড়েই চলেছে। কাশ্মীর বিষয় নিয়ে তিনি সমগ্র দেশের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু দেশের নাগরিকদের প্রতি তাঁর নজর দেওয়ার সময়  হচ্ছে না।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর