মুসলমানদের লক্ষ্যবস্তু করতেই আসামের নাগরিক তালিকা বানানো হয়েছে: বললেন ইমরান

বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, আসামের নাগরিক তালিকা বানানো হয়েছে মুসলিমদের লক্ষ্যবস্তু করতে। শনিবার সকালে আসামের নাগরিক তালিকা প্রকাশ করা হয় এর পরেই টুইটারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এরকম মন্তব্য করেছেন।

hm5aoub imran khan

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করে বলেন, মোদি সরকার যেভাবে গোটা দেশের মুসলিমদের বাছাই করছেন তাদের স্পষ্ট বোঝা যায় কাশ্মীর দখল এর প্রক্রিয়া তারই একটি অংশ।

ইমরান খান টুইটারে লেখেন,” মুসলিম নিধনের উদ্দেশ্যেই ভারত সরকার আসামের নাগরিক তালিকা প্রকাশ করেছে। মোদি সরকার যেভাবে মুসলিমদের জাতিগত ভাবে নির্মূল করতে চাইছে এবং এর খবর ভারত এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যেভাবে আসছে, তা গোটা বিশ্বের জন্য অশনিসংকেত। একই উদ্দেশ্যে মুসলিমদের লক্ষ্যবস্তুতে পরিণত করে তারা কাশ্মীরকে দখল করে নিয়েছে।”

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার সকালে প্রকাশ করা হয় আসামের চূড়ান্ত নাগরিক বিল। এই তালিকা প্রকাশিত হলো দেখা যায় আসামে বসবাসরত প্রায় ১৯ লাখ মানুষের নামে তালিকায় নেই। গোটা দেশজুড়ে শুরু হয়েছে এই বিষয়ে চর্চা। মাথায় হাত পড়েছে গৃহহীন মানুষদের।


সম্পর্কিত খবর