বাংলা হান্ট ডেস্ক : ভারত কাশ্মীর ইস্যুতে যতটা জোরদারভাবে বিদেশের মাটিতে দাঁড়িয়ে নিজেদের পায়ের তলার জমি শক্ত করেছে পাকিস্তান ঠিক ততটাই খাদের কিনারে গিয়ে পড়েছে। 370 ধারা এবং 35 এ বিলোপের পর থেকেই যেন ইমরান খানের অবস্থা অনেকটা ভিজে কাকের মত। আবার তিনি না দেশের মাটি থেকে সামলাতে না পারছে না বাইরের মাটিতে সামলাতে। এবার মুখ ফসকে হতাশা জাহির করেই ফেললেন আন্তর্জাতিক মহলে।
প্রথমবার এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে ইমরান নিজের হতাশা প্রকাশ করেন। ইমরান বলেন, “ভারতকে সারা বিশ্ব ১০০ কোটি মানুষের মার্কেট হিসাবে দেখে। ফলে বস্তুবাচক চিন্তাধারার কাছে মনুষ্যত্ব দাম হারাচ্ছে। এ জন্য আন্তর্জাতিক মহল ভারতের বিরুদ্ধে কাশ্মীর প্রসঙ্গে কোনও প্রতিবাদ করছে না। আমি আন্তর্জাতিক মহলের উপর বেশ হতাশ।”
মোদী যখন ট্রাম কে নিয়ে দুই হাত ধরে প্রদক্ষিণ করছেন পাশে বসিয়ে পরিবারের বন্ধু পরিচয় দিচ্ছেন এবং দেশের ভোটের জন্য আপকি বার ট্রাম্প সরকার প্রচারেও খানিকটা রসদ জোগাচ্ছে তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কে পাশে বসিয়ে ট্রাম্প হতাশার বাণী শুনিয়েছেন।
ভারতের সাথে কথা না বলে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনমতেই যে আমেরিকার নাক গলাবে না তা প্রথমেই স্পষ্ট করে দিয়েছিল আগে। একের পর এক দেশ রাশিয়া চীন, জাপান, থেকে আরম্ভ করে থাইল্যান্ড, বাংলাদেশ ভুটান, কাশ্মীর সমস্যা নিয়ে ভারতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
পাকিস্তান অন্ধের যষ্টি মত কোন দেশকে পাশে পায়নি একেবারে ঘর কোনে হয়ে প্রায় নিঝুম হয়ে পড়েছে। হতাশা থেকে বেরিয়ে পড়েছে ইমরানের আরো কিছু বাণী। ইমরান নিজের হতাশা প্রকাশ করেন। ইমরান বলেন, “ভারতকে সারা বিশ্ব ১০০ কোটি মানুষের মার্কেট হিসাবে দেখে। ফলে বস্তুবাচক চিন্তাধারার কাছে মনুষ্যত্ব দাম হারাচ্ছে। এ জন্য আন্তর্জাতিক মহল ভারতের বিরুদ্ধে কাশ্মীর প্রসঙ্গে কোনও প্রতিবাদ করছে না। আমি আন্তর্জাতিক মহলের উপর বেশ হতাশ।” রাষ্ট্রসংঘের অধিবেশনের মধ্যে একথা বলে বিতর্ক আরও বাড়ালেন ইমরান।