জাতির উদ্দেশ্যে ভাষণে আমেরিকাকে দুষলেন ইমরান খান, ইস্তফা নিয়ে বললেন ‘ম্যায় ঝুকেগা নহি”

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তানের জনসাধারণের প্রতি ভাষণ দিতে গিয়ে আমেরিকাকে ব্যঙ্গ করলেন ইমরান খান। তিনি নিজের পদত্যাগ প্রসঙ্গে বললেন- “আমি মাথা নত করব না।” পাকিস্তানে ৩রা এপ্রিল যতই ঘনিয়ে আসছে, ইমরান খান সরকারের অসুবিধা ততই বাড়ছে। এমতাবস্থায় ইমরান খানও ক্ষমতা বাঁচানোর সর্বাত্মক চেষ্টায় ব্যস্ত। তার দল প্রতিনিয়ত পাকিস্তানের জনগণের মনে প্রভাব বিস্তার করার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

৩-রা এপ্রিল যতই ঘনিয়ে আসছে, ইমরান খান সরকারের অসুবিধা ততই বাড়ছে বলে মনে হচ্ছে। এমতাবস্থায় ইমরান খানও ক্ষমতা বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘আমার দেশ আমার থেকে পাঁচ বছরের বড়। আমি ভাগ্যবান যে ঈশ্বর আমাকে খ্যাতি, সম্পদ, সবকিছু দিয়েছেন। আজ আমার কিছুর দরকার নেই, তিনি আমাকে সবকিছু দিয়েছেন যার জন্য আমি অনেক কৃতজ্ঞ।’

   

biden imran khan

এই কথার পর আমেরিকাকে কটাক্ষ করে ইমরান ইমরান খান বলেন, “আমরা সব সময় আমেরিকাকে সমর্থন করেছি। কিন্তু তিনি পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। আমেরিকায় ৯/১১ হামলার সময় তাতে কোনো পাকিস্তানি জড়িত ছিল না। আমেরিকার উকিল হওয়াটা ছিল মোশারফের সবচেয়ে বড় ভুল।”

ইমরান স্পষ্ট করে দিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন না। তবে এই সিদ্ধান্তও নেওয়া হবে ৩ এপ্রিল। এদিকে দেশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন জাতীয় সংসদের কার্যক্রম ৩ এপ্রিল সকাল সাড়ে ১১টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রসঙ্গত, ৩রা এপ্রিল ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট হবে। বিরোধী দল পিপিপি-এর ফাওয়াদ চৌধুরী আরও জানিয়েছেন যে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পাশাপাশি ইমরান খান একটি বৈঠকের জন্য জাতীয় নিরাপত্তা কমিটিকে সমনও পাঠিয়েছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর