ওসামা বিন এর তৈরি “আতংকস্থান”; ইমরানের মুখে শান্তি, কাজে অশান্তি, মোদি আমলে জব্দ পাকিস্তান!

 

বাংলাএশিয়ামহাদেশের একটি বিশাল ভূ-বেষ্টিত অঞ্চল। অঞ্চলটির সীমানার অনেকগুলি সংজ্ঞা আছে, যার কোনটিই পুরোপুরি সর্বজনগৃহীত নয়। ঐতিহাসিকভাবে অঞ্চলটি বিভিন্ন যাযাবর জাতি ও সিল্ক রোডের সাথে সম্পর্কিত। ফলে অঞ্চলটি ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার বিভিন্ন জাতি, দ্রব্য ও সাংস্কৃতিক ধারণাসমূহের আদানপ্রদানের অঞ্চল হিসেবে কাজ করেছে।

মধ্য এশিয়ায় যদি শান্তি না থাকে উন্নয়ন না হয় তার দায় ভারতের। এই কথা আর কেউ বলেনি বলেছে স্বয়ং ইমরান খান। যার নিজের দেশে টালমাটাল অবস্থা। সমস্ত মুসলিম সংগঠন গুলির তার দেশ থেকে ইমরান খানের ইস্তফা চেয়েছে বারবার। আন্দোলনের মুখে গোটা দেশ একদিকে।

মধ্য এশিয়ার দেশগুলির মধ্যে আছে কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, এবং অন্যান্য ছোট ছোট রাষ্ট্র যেমন- আজারবাইজান (কাস্পিয়ান সাগরের অপর পাড়ে অবস্থিত)। ভূ-রাজনৈতিক দিক থেকে আফগানিস্তানও পাকিস্তানকেও অনেক সময় এর অন্তর্ভুক্ত করা হয়।

IMG 20191115 211506

দ্রব্যমূল্য বৃদ্ধি একের পর এক ইস্যুতে নাজেহাল পাকিস্তান। ভারতের উপর কখনো আতংবাদি হামলা। কখনো পরমাণু হামলার মতো শুধু ধমকি দিয়ে চলেছে পাকিস্তান। কিন্তু সীমান্ত বারবার উত্তেজনা সৃষ্টি করছে পাকিস্তান। যার ফল ভুগতে হচ্ছে বারবার এয়ার স্ট্রাইক এর মতো ঘটনা ঘটে যাওয়ার পরও তাদের এখনো পর্যন্ত তেমন কোনো হুঁশ ফেরেনি। গোটা বিশ্বের কাছে কুলভূষণ ইস্যুতে মাথা হেঁট হলেও ফের মুখ খুলছে বারবার করে। ভারতের বিষয় নিয়ে যেখানে ভারত এ একের পর এক বড় উন্নত দেশগুলির প্রধানমন্ত্রী এবং প্রধান রাষ্ট্রপতি দেশে প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে। সেখানে লেজের গোড়ায় পড়ে থাকা পাকিস্তান শুধুই চমকের সুর চড়াচ্ছে। ভারত বর্তমানে কাশ্মীর সমস্যা মিটিয়ে রাম মন্দির ইস্যুতে দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে এক নতুন দিকদর্শন করছে। সেখানে পাকিস্তানের মুখে এমন কথা সত্যি বিশ্বের কাছে একটা হাস্যকর বলেই মনে হবে মনে করছে ওয়াকিবহাল মহল।

সম্পর্কিত খবর