ভারতের বিদেশনীতির প্রশংসা ইমরান খানের, জবাবে যা বলল নয়া দিল্লি

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। ইমরান খান ভারতের স্বাধীন বিদেশনীতির প্রশংসা করে দীর্ঘ বক্তৃতা দিয়েছেন।  পাক প্রধানমন্ত্রীর প্রশংসা নিয়ে চারিদিকে হওয়া আলোচনার মধ্যে ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা সোমবার বলেছেন যে, ভারত তার অনেক বৈদেশিক নীতি উদ্যোগের জন্য বিভিন্ন মহল থেকে প্রশংসা পেয়েছে।

ইমরান খানের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে শ্রিংলা বলেন, ভারতের রেকর্ড নিজেই এটি নিশ্চিত করে। তিনি বলেন, শুধু একজন নেতা নয়াদিল্লির প্রশংসা করেছেন বললে ভুল হবে। মিডিয়া ব্রিফিংয়ে বিদেশ সচিব বলেন, ‘একজন বললে ভুল হবে। আমি মনে করি আমাদের বিদেশনীতির অনেক উদ্যোগের জন্য আমরা প্রধানমন্ত্রীর পর্যায়ে বিভিন্ন মহল থেকে প্রশংসা পেয়েছি। আমি মনে করি আমাদের রেকর্ড নিজেই এটি নিশ্চিত করে।”

উল্লেখ্য, রবিবার খাইবার পাখতুনখোয়ার মালাকান্দ এলাকায় এক জনসভায় ভারতের প্রশংসা করেন ইমরান খান। ভুল নীতি নিয়ে বিরোধীদের ঘিরে পাক প্রধানমন্ত্রী ভারতের বিদেশনীতিকে জনগণের স্বার্থের নীতি বলে অভিহিত করেছেন।

সমাবেশে ইমরান খান বলেন, “সাথ ওয়ালা হামারা মুলক হ্যায় হিন্দুস্তান। আমি আজ ভারতের প্রশংসা করচি। তারা সবসময় একটি মুক্ত বিদেশ নীতি পালন করে এসে। আজ ভারত বড় শক্তি নিয়ে ঐক্যবদ্ধ। তাদের বন্ধু আছে।” ইমরান আরও বলেন,” “ভারত আমেরিকার মিত্র হলেও নিজেকে বলে যে আমি নিরপেক্ষ। নিষেধাজ্ঞা জারি থাকা অবস্থায় রাশিয়া থেকে তেল নিয়ে আসছে। কারণ ভারতের নীতি হচ্ছে জনগণের নীতি।”


Koushik Dutta

সম্পর্কিত খবর