এবার কি বন্ধুত্বের সম্পর্কের দিকে এগোচ্ছে ভারত-পাকিস্তান! একে ওপরকে চিঠি দিলেন মোদী-ইমরান

বাংলাহান্ট ডেস্কঃ ভারত (india) পাকিস্তানের (pakistan) উত্তেজনা পূর্ণ সম্পর্ক এবার শান্তির দিকে এগোচ্ছে। শান্তি স্থাপনে উদ্যোগী হয়ে চিঠি লিখলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (imran khan)। ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) থেকে শান্তি স্থাপনের বার্তা পেয়ে সম্মত হয়ে পাল্টা জবাব দিলেন ইমরান খান।

সৃষ্টির প্রথমভাগ থেকেই ভারত পাকিস্তানের মধ্যে বন্ধুত্ব অপেক্ষা শত্রুতার সম্পর্ক বেশি। প্রতিবেশি দুই দেশ হলেও কিভাবে ভারতের ক্ষতিসাধন করা যায়, সেই চেষ্টায় মত্ত থাকে পাক সরকার। ঠিক যেন সাপে নেউলে সম্পর্ক। অন্যদিকে জঙ্গি মদত পুষ্ট হওয়ায় পাকিস্তানকে যেমন বহুবার নানাদিক থেকে এমনকি আন্তর্জাতিক স্তরের নানা চাপের সম্মুখীনও হতে হয়েছে, তেমন অপরদিকে ভারত পেয়েছে ভালোবাসা আর সম্মান।

IK 12

নানা সময় পরিস্থিতি চাপে পড়ে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছিল পাকিস্তান। প্রথম দিকটায় ভারত কোন সাড়া না দিলেও, এবার ‘পাকিস্তান দিবস’ উপলক্ষে পাক প্রধান ইমরান খানকে চিঠি দিলেন প্রধানমন্ত্রী মোদী। দুই দেশের মধ্যেকার তিক্ততার সম্পর্ককে এবার ভালোবাসায় রূপান্তরিত করার প্রস্তাব পাঠালেন মোদী জি।

প্রধানমন্ত্রী মোদীর দিক থেকে বন্ধুত্ব স্থাপনের বার্তা পেয়ে সেটার সদ্বব্যবহার করলেন ইমরান খান। করোনা আবহে লড়ে যাওয়া ভারতের ভূয়সী প্রশংসা করে ইমরান খান চিঠির উত্তরে জানালেন, ‘পাকিস্তানের নাগরিকরা ভারত সহ সকল প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গেই শান্তিপূর্ণ সম্পর্ক চায়। দক্ষিণ এশিয়ার সমস্ত দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকলেই ভারত পাকিস্তানের মধ্যেকার সমস্যা সমাধান দ্রুত সম্ভব। যার মধ্যে জম্মু ও কাশ্মীর সমস্যা অন্যতম’।


Smita Hari

সম্পর্কিত খবর