প্রায় ৪ হাজার আতঙ্কবাদীর নাম ওয়াচ লিস্ট থেকে গোপনে মুছে দিল পাক সরকার ইমরান খান

বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) ঘৃণ্য রূপটি আবার সকলের সামনে চলে এল। এই করোনা আতঙ্কের মধ্যেও আতঙ্কবাদীদের তালিকা থেকে প্রায় ৪০০০ আতঙ্কবাদীদের নাম সরিয়ে ফেললেন পাক সরকার ইমরান খান (Imran Khan)। এই সরিয়ে ফেলা আতঙ্কবাদীদের মধ্যে ২০০৮ সালের মুম্বাই হামলার প্রধান কালপ্রিট এবং লস্করই অপারেশন কমান্ডার জাকির উর রহমান লাখুই- এরও নাম রয়েছে।

terrorist1

পাকিস্তান বিভিন্ন সমস্য আতঙ্কবাদী কাজকর্মের সঙ্গে নিজেদের যুক্ত রেখেছে। পাক সরকার ইমরান খান বিভিন্ন সময় বিভিন্ন খাতে অর্থ সাহায্য নিয়ে সন্ত্রাসবাদীদের সাহায্যও করেছে। আবার, বিশ্বের সামনে নিজের দোষ ঢাকারও চেষ্টা করেছে। নিউ ইয়র্কের এক স্টার্ট আপক্যাসেলামের রিপর্ট অনুযায়ী, বিগত দেড় বছরে গ্লোবাল টেরোরিস্ট অয়ার্থ লিস্ট থেকে ৩৮০০ -এরও বেশি আতঙ্কবাদীর না মুছে দিয়েছে পাক সরকার।

unnamed 33

এই বিষয়ে তারা কোন অন্তরাস্ট্রীয় সংস্থার সঙ্গে আলচনাও করেনি এবং নাম বাদ দেওয়ার পর কাউকে জানায়ও নি। আমেরিকা সরকারের পুর পলিশি অ্যাডভাইজার পিটার পেটেটাস্কির মতানুসারে, যদি ওয়াচ লিস্ট থেকে যদি কোন আতঙ্কবাদীর নাম সরিয়ে দেওয়া হয়, তাহলে তাঁর রিপোর্ট অন্য দেশকেও দিতে হয়। কিন্তু পাকিস্তান তা করেনি।

FATF -এর রিপর্ট অনুসারে ২০১৮ সালের অক্টোবর মাস অবধি এই সন্ত্রাসবাদীদের নামের তালিকায় সব মিলিয়ে মোট ৭৬০০ নাম ছিল। কিন্তু বর্তমানে এই নাম কমে গিয়ে ৩৮০০ হয়ে গেছে। ইমরান খান ৯ ই মার্চ পাকিস্তানের দায়িত্ব নিয়েছিল। তবে এখন ধারণা করা হচ্ছে, ৯ থেকে ২৭ শে মার্চের মধ্যেই এক ঝটকায় ১ হাজারেরও বেশি নাম মুছে দেন। এবং ২৭ শে মার্চের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে আরও ৮০০ নাম ওই তালিকা থেকে সরিয়ে ফেলেন। যার ফলে পাকিস্তান নিজেকে আতঙ্কবাদমুক্ত দেশ বলে প্রমাণ করতে চাইছে।

dw 39820918 403 768x430 1

FATF থেকে বলা হয়েছিল, যদি পাকিস্তান আতঙ্কবাদ কার্যকলাপ থেকে নিজেদের বিরত না রাখে, তাহলে তাঁদের কালো তালিকা ভুক্ত করা হবে। তাই বিশেষজ্ঞরা মনে করছেন, এই কালো তালিকা থেকে মুক্ত হওয়ার জন্য পাকিস্তান এই ঘৃণ্য কাজ করেছে।


Smita Hari

সম্পর্কিত খবর