ঘরে ঢুকে মারছে ভারত! ‘পিন্ডির ভেতরে পৌঁছে যাচ্ছে’, শেহবাজ শরিফকে নিশানা ইমরান খানের বোনের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতের পরপর আক্রমণে বিপর্যস্ত পাকিস্তান (Pakistan)। এর মাঝেই দেশের অভ্যন্তরেই রাজনৈতিক ফায়দা তুলতে উঠেপড়ে লেগেছে বিভিন্ন পাকিস্তানি নেতারা। এবার সরাসরি পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে নিশানা করলেন প্রাক্তন পাক (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খান। অপারেশন সিঁদুর নিয়ে শরিফকে তীব্র কটাক্ষ বাণে বিদ্ধ করেছেন তিনি।

ইমরান খানের বোনের নিশানায় পাক (Pakistan) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

অপারেশন সিঁদুর চলাকালীন নাকি ৫ টি ভারতীয় বিমানকে গুলি করে নামিয়েছে পাকিস্তানি (Pakistan) সেনা। সম্প্রতি এমনই দাবি করেন শেহবাজ শরিফ। জাতীয় পরিষদে পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের গভীরে ৮০ টি ভারতীয় যুদ্ধবিমান হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু পাকিস্তান (Pakistan) এয়ার ফোর্স নাকি প্রস্তুতই ছিল। পাঁচটি ভারতীয় বিমান তারা গুলি করে নামায়, এমনি দাবি করতে শোনা যায় শেহবাজ শরিফকে। এই মন্তব্যের বিপক্ষে পালটা প্রশ্ন তুলে সুর চড়িয়েছেন আলিমা।

Imran khan sister slammed Pakistan pm shehbaz sharif

ভাইরাল আলিমার ভিডিও: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে দেখা গিয়েছে ইমরান খানের বোনকে। সেখানে তিনি দাবি করেছেন, নওয়াজ শরিফ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি হাত মিলিয়েছেন। ভিডিওতে পাকিস্তানে (Pakistan) ভারতের হামলা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে আলিমাকে।

 আরো পড়ুন : BREAKING: জম্মুতে ড্রোন হামলা পাকিস্তানের, শহরজুড়ে ব্ল্যাক আউট! ড্রোন গুলি করে নামাল সেনা

কী বললেন ইমরানের বোন: তাঁকে বলতে শোনা যায়, ‘এরা যে দাবি করছে বিমান নামিয়ে দিয়েছে। নওয়াজ শরিফের সরকার দাবি করছে তাই না? এদিকে এখানে ড্রোনের পর ড্রোন ভেতরে আসছে। ভারত থেকে রাওয়ালপিন্ডির ভেতরে পৌঁছে যাচ্ছে। পিন্ডি পর্যন্ত পৌঁছাচ্ছে কী করে?’

আরো পড়ুন : অবশেষে মার্কিন হস্তক্ষেপ, শরিফ-জয়শঙ্করকে ফোন রুবিওর, অবিলম্বে উত্তেজনা কমানোর অনুরোধ

আলিমা খান দাবি করেছেন, ৯ মে সংঘর্ষের দু্ বছর পূর্তির আগে পাকিস্তান (Pakistan) তেহরিক-ই-ইনসাফকে নিশানা করতে পরিকল্পিত ভাবে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে দেশে। উল্লেখ্য, ৯ মে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান খানের গ্রেফতারির পরেই গোটা পাকিস্তানে অশান্তির আগুন জ্বলে উঠেছিল। যথেচ্ছ লুঠতরাজ, সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ উঠেছিল ইমরান খানের সমর্থকদের বিরুদ্ধে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X