বাংলাহান্ট ডেস্ক : আবারও পাকিস্তানে চরমে উঠল রাজনৈতিক উত্তেজনার পারদ। এবার নির্বাচনের দাবিতে সমর্থকদের নিয়ে ইসলামাবাদে হাজির হলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খানের এই অভ্যুত্থান প্রতিহত করতে ইতিমধ্যেই ইসলামাবাদকে রেড জোন ঘোষণা করেছে পাকিস্তান সরকার। একই সঙ্গে নিরাপত্তার কথা মাথায় রেখে সেনাও মোতায়েন করা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের তরফে।
গভীর রাতে ইসলামাবাদে প্রবেশ করে হাজার হাজার পিটিআই সমর্থকদের এই জমায়েত। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় গোটা শহর জুড়েই। বলাই বাহুল্য রাজধানীতে প্রবেশের আগে সহিংস বিক্ষোভ দেখাতে থাকে ইমরান খানের সমর্থকরা। চলে ভাঙচুর এবং বিক্ষোভ। আগুন লাগিয়ে দেওয়া হিয় ইসলামাবাদের একটি মেট্রো স্টেশনেও।
ہم پنجاب میں داخل ہوچکے ہیں اور انشاءاللہ اسلام آباد کی جانب بڑھیں گے۔ اس امپورٹڈ سرکار کی جانب سے جبر و فسطائیت کا کوئی بھی حربہ ہمیں ڈرا سکتاہے نہ ہی ہمارے مارچ کا رستہ روک سکتا ہے۔ #حقیقی_آزادی_مارچ pic.twitter.com/21snq9kG40
— Imran Khan (@ImranKhanPTI) May 25, 2022
ইমরান খানের সমর্থকদের প্রতিহত করতে বিপুল পুলিশবাহিনী মোতায়েন করেছে পাক সরকার। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিক্ষেপ করা হয় কাঁদানে গ্যাসের শেল। চলে লাঠিচার্জও। এর জবাবে পুলিশের উপর পালটা পাথর এবং ইঁট বৃষ্টি করে বিক্ষুব্ধ সমর্থকরা। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তেহরিক ই ইনসাফের একাধিক নেতা সহ শতাধিক বিক্ষোভকারীকে।
শাহবাহ শরিফের সরকারের অবিলম্বে পদত্যাগের দাবি তুলছে বিক্ষোভকারীরা। তাদের দাবি, তত্ত্বাবধায়ক সরকার গঠন করে অবিলম্বে আবার নির্বাচন করতে হবে। এই মুহুর্তে তাঁর সমর্থকদের নিয়ে ডি চকের দিকে অগ্রসর হচ্ছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এহেন পরিস্থিতিতে সরকারি ভবনগুলিকে রক্ষা করাকেই অগ্রাধিকার দিচ্ছে পাক সরকার। সব মিলিয়ে যে অগ্নিগর্ভ পরিস্থিতি সেদেশের রাজধানী শহরে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।