সচিন নিমেষে ইমরান খান ! কীভাবে এমন ঘটে

 

বাংলা হান্ট ডেস্ক : এখন চলছে ক্রিকেট বিশ্বকাপ। নিয়ম করে পাকিস্তানের ম্যাচের আগে টুইট করছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এমন আবহে পাক প্রধানমন্ত্রীর ক্রিকেট জীবনের শুরুর ছবি পোস্ট করতে চেয়েছিলেন তাঁর বিশেষ সহায়ক। ১৯৬৯-র ইমরানের খানের ছবি শেয়ারও করেছিলেন। তবে যেভাবে ট্রোল হলেন, তা বোধহয় আশা করেননি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহায়ক নইম উল হক।

 

তবে এই পোস্টে এখন হইচই নেটিজেনদের। সে সুযোগ নিজেই করে দিয়েছেন পাক আধিকারিক। কারণ, ইমরান খানের পরিবর্তে তিনি সচিন তেন্ডুলকরের ছবি টুইট করেছিলেন।

c445a img 20190622 wa0028

ভুল ধরতে না পারলেও, ছবির উপরে ‘প্রধানমন্ত্রী ইমরান খান, ১৯৬৯’ ক্যাপশন বসিয়ে ছিলেন তিনি।তবে তীব্র ট্রোলিং সত্ত্বেও ছবিটি ডিলিট করা হয়নি।

সম্পর্কিত খবর