রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক এর এডিটর ইন চিফ অর্নব গোস্বামীকে নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তাতে এখন পাকিস্তানের প্রধানমন্ত্রীও নেমে পড়েছেন। অর্নব গোস্বামীর উপর হওয়া বিতর্কে ইমরান খান একের পর এক মন্তব্য প্রকাশ করেছেন যে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
অর্নব গোস্বামী ও BARC এর প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্ত এর মধ্যে হওয়া গোপন হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হয়েছে বলে দাবি করা হয়েছে। বলা হয়েছে অর্নব গোস্বামী তার চ্যানেলের TRP বাড়ানোর জন্য অনৈতিক রাস্তা গ্রহণ করেছিলেন। একই সাথে অর্নব গোস্বামী সরকার অনেকে বড়ো বড়ো সিদ্ধান্ত আগে থেকেই জানতে পারতেন বলে অভিযোগ উঠেছে।
আর এই সমস্ত তর্ক বিতর্কের মধ্যে ইমরান খান নিজের মত প্রকাশ করেছেন। ইমরান খান তীব্র ভাষায় অর্নব গোস্বামীর উপর আক্রমণ করেছেন। ইমরান খান বলেছেন, ২০১৯ সালে UNGA তে আমি বলেছিলাম- ফ্যাসিস্ট মোদী সরকার বালাকোট এয়ার স্ট্রাইককে নিজেদের নির্বাচনে কাজে লাগানোর জন্য করেছিলেন। এক্ষেতে একজন যুদ্ধ হিতৈষী সাংবাদিক যুদ্ধের পরিবেশকে উস্কানি দিয়েছিলেন।
In 2019, I spoke at UNGA on how India’s fascist Modi govt used the Balakot crisis for domestic electoral gains. Latest revelations from communication of an Indian journalist, known for his warmongering, reveal the unholy nexus between the Modi govt & Indian media
— Imran Khan (@ImranKhanPTI) January 18, 2021
ইমরান খান পর পর টুইট করে দাবি করেন যে অর্নব গোস্বামী ভারত ও পাকিস্তানের সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করতে মুখ্য ভূমিকা পালন করেছে। মিডিয়ার সাথে মোদী সরকার গোপনভাবে জড়িত ছিল বলেও অভিযোগ করেন ইমরান খান।
মোদী সরকার আবার ক্ষমতায় আসার জন্য এসব করেছিল বলে আক্রমন করেন ইমরান খান। ইমরান খানের এই মন্তব্যের উপর রিপাবলিক টিভি পাল্টা পতিক্রিয়া দিয়েছে এবং ইমরান খানের সমস্ত দাবিকে খারিজ করেছে। রিপাবলিক টিভি বলেছে যে তারা শুধুমাত্র পাকিস্তান ও ISIS এর পর্দাফাঁস করেছে।