বাংলাহান্ট ডেস্কঃ ভারত (india) চীনের (china) সংঘর্ষের মাঝে ভারতের আক্রমণাত্মক মনোভাব দেখে আশাহত পাক প্রধানমন্ত্রী ইমরান খান (imran khan)। ভারতকে কিছুটা ভয় পেয়েই এবার উল্টো সুর গাইল পাকিস্তান। POK-কে ভারতের হাতে সম্পর্ণ করে দেওয়ার মানসিক প্রস্তুতিও নিয়ে নিয়েছেন ইমরান খান।
বিষয়টা হল, ভারত-চীন সীমান্তে বন্ধু দেশ চীনের নাজেহাল অবস্থা দেখে কিছুটা মুষড়ে পড়েছে পাকিস্তান। ইমরানের আশঙ্কা ভারত যদি চীনের অবস্থা খারাপ করতে সক্ষম হয়, তাহলে পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন পাক সরকার। সেইমত নিয়েও নিয়েছেন এক সিদ্ধান্ত।
জম্মু কাশ্মীরের প্রসঙ্গ তুলে ইমরান খান ট্যুইটে বলেন, ‘কাশ্মীরের মানুষকে ভয় দেখিয়ে রেখেছে ভারত। কিন্তু পাকিস্তন সর্বদা কাশ্মীরের পাশে আছে। সংযুক্ত রাষ্ট্রের নিয়ম মেনে পাকিস্তান জম্মু কাশ্মীরের সমস্যার সমাধান চাইছে। কাশ্মীরের মুক্তির জন্য পাকিস্তান তাদের পাশে আছে। আর এই বিষয়ে মীমাংসা করতে পাকিস্তান দুধাপ এগোতেও রাজী আছে’।
If India demonstrates sincerity in seeking a just solution to the Kashmir issue, in accordance with UNSC resolutions, we are ready to take two steps forward for peace. But let no one mistake our desire for stability & peace as a sign of weakness.
— Imran Khan (@ImranKhanPTI) February 5, 2021
জানিয়ে রাখি, গোটা কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। আর কাশ্মীরের কোন সমস্যাকে ভারত, নিজের সমস্যা হিসাবেই দেখে। সেখানে অন্য কারো হস্তক্ষেপ পছন্দ নয় ভারতের। এই পরিস্থিতিতে ইমরান খান যে চালই চালুক না কেন, ভারত তাতে বিন্দুমাত্র পরোয়া করে না।
বিভিন্ন সময়ে কাশ্মীরের প্রসঙ্গ তুলে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করেও বিফলে গিয়েছে ইমরান খানের কারসাজি। কারণ প্রতিবারই ইমরান খানের মন্তব্যের পাল্টা জবাব দিয়ে কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানকে চুপ করিয়ে দিয়েছে ভারত।
সম্প্রতি পাকিস্তানী সেনা প্রধান এক অনুষ্ঠানে চলেছিলেন, ‘সময় হয়ে গেছে এখন সমস্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধানের। যাতে বন্ধুদের হাত বাড়িয়ে দেওয়া যায়’। সেনাপ্রধানের এমন বক্তব্যের পরই ইমারন খানের গলাতেও শোনা গেল শান্তিপূর্ণ সমাধানের সুর।