ভারতের জামাই হতে পারতেন, এই বলি অভিনেত্রীর সঙ্গে বিয়েও পাকা হয়ে গিয়েছিল ইমরান খানের!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রাক্তন পাক ক্রিকেটার তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) সঙ্গে বহু বলিউড তারকারই সম্পর্ক ছিল একটা সময়। রেখা (Rekha) ও ইমরানের প্রেম সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শোনা যেত সে সময়। এমনকি অভিনেত্রীর সঙ্গে তাঁর বিয়েও এক রকম পাকা হয়ে গিয়েছিল বলে জানা যায়।

না, এ স্রেফ গুঞ্জন নয়। রেখা এবং ইমরানের চর্চিত সম্পর্কের প্রমাণ মেলে অনেক জায়গাতেই। একবার একটি পুরনো সংবাদ পত্রের খবর নতুন করে ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। সেখান থেকেই জানা যায় রেখা ও ইমরানের সম্পর্ক প্রায় বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। পাক সাংবাদিক সনম মাহের ১৯৮৫ সালের স্টার সংবাদপত্রের একটি আর্কাইভ কপি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেখান থেকেই জানা যায় এই খবর।

মুম্বইয়ে এসে এক মাস নাকি রেখার সঙ্গে ছিলেন ইমরান। এমনকি তাঁদের একসঙ্গে রাস্তাতেও দেখেছেন অনেকে। ভারতের সঙ্গে দ্বি পাক্ষিক সিরিজ খেলার জন‍্য প্রায়ই এদেশে আসা যাওয়া করতেন ইমরান। সেই সুবাদেই অনেক বলিউড তারকাদের সঙ্গে চেনা পরিচিতি হয় তাঁর।

তবে বিষয়টা সরাসরি স্বীকার করার মানুষ ছিলেন না ইমরান। এর আগে এক সাক্ষাৎকারে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, বলিউড অভিনেত্রীদের সঙ্গে কিছুদিনের জন‍্যই সম্পর্কে যান তিনি। কয়েকদিন একসঙ্গে সময় কাটিয়ে তারপর তাদের ভুলে যান। এমনটাই করা পছন্দ করেন তিনি। কিন্তু কোনো বলিউড অভিনেত্রীকে বিয়ে করার কথা তিনি ভাবতেও পারেন না। রেখার সঙ্গেও ব্যাপারটা এমনি ছিল।

অন্যদিকে রেখার সঙ্গেও নাম জড়িয়েছিল বহু বলিউড অভিনেতার। অমিতাভ বচ্চন থেকে শুরু করে অক্ষয় কুমার পর্যন্ত একাধিক অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছিল রেখার। তাঁর বিরুদ্ধে উঠেছিল সংসার ভাঙার অভিযোগ। যদিও এখনো পর্যন্ত কোনো সংসারই নিজের হয়নি রেখার।

উল্লেখ্য, বহু বছর হয়ে গেল আর স্ক্রিনে দেখা যায় না রেখাকে। কোনো বিজ্ঞাপনেও মুখ দেখান না তিনি। যদিও বলিউডের প্রায় সব ইভেন্ট অনুষ্ঠানেই দেখা মেলে তাঁর। দশ বছর আগের মতোই ঝলমলে শাড়ি, গয়নায় ক্যামেরার সামনে উপস্থিত হন তিনি।

সম্পর্কিত খবর

X