তুলকালাম পাকিস্তান, যেকোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান!

বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানে তুলকালাম অবস্থা। যে কোনও সময় গ্রেফতার করা হতে পারে ইমরান খানকে (Imran Khan)। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইনে মামলা দায়ের হয়েছে পাকিস্তানের আদালতে। জানা গেছে, দুই বিচারক এবং দুই পুলিশ আধিকারিককে হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। এই অভিযোগেই ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের সাত নম্বর ধারায় এফআইআর (FIR) দায়ের হয়েছে।

ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় বলা হয়, সম্প্রতি এফ-৯ পার্কে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের একটি সভার আয়োজন করা হয়েছিল। ওই সভার মঞ্চ থেকে ইমরান খান দুই পুলিশ আধিকারিকে হুমকি দেন। শুধুমাত্র দুই পুলিশ আধিকারিকই নয়, পাকিস্তানের প্রাক্তন ওয়াজির-ই-আজম হুমকি দেন এক মহিলা দায়েরা বিচারক এবং অপর আরও এক বিচারককে। শুধু তাই নয়, ওই সভায় ইমরান খানের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখারও অভিযোগ রয়েছে। সেটিরও উল্লেখ করা হয়েছে এফআইআর-এ।

   

সূত্র মারফত খবর, পাকিস্তান তেহরিক ই-ইনসাফের সভামঞ্চ থেকে ইমরান খান ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, ‘তোমাদের আমি ছেড়ে কথা বলব না’। জানা যাচ্ছে, পাকিস্তানের নেতা শাহাবাজ গিলের সমর্থনে একটি জনসভায় এই মন্তব্য করেন ইমরান। এই গিলকে আগেই দেশের বিরুদ্ধে প্রচার চালাবার অপরাধে গ্রেফতার করে পাকিস্তান পুলিশ। এই বিষয়ে ইমরান বলেন, শাহাবাজ গিলকে যদি গ্রেফতার করা হয় তাহলে ফজলুর রহমান, নওয়াজ শরিফ এবং রাণা সনাউল্লাহকেও গ্রেফতার করতে হবে। ইমরান আরও বলেন, গিলকে গ্রেফতার কটা হয়েছে তাঁর বক্তব্যের জন্য নয়, বরং প্রতিশোধ নেওয়া হয়েছে। এছাড়াও, পাকিস্তানকে সেনা প্রধানের নিয়োগকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দেন ইমরান খান।

বন্ধ ইমরান খানের লাইভ সম্প্রচার : প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তৃতার সরাসরি সম্প্রচার বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। দেশের বৈদ্যুতিন সংবাদমাধ্যমের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে শাহবাদ শরিফ সরকার। প্রশ্ন উঠছে, ইমরানকে পুরোপুরি জনবিচ্ছিন্ন করতেই কি বর্তমান শাসক দলের এই পদক্ষেপ? গ্রেফতারের আগে একটু একটু করে কোনঠাসা করা হচ্ছে ইমরানকে? পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রীর কুর্সি হারালেও তাঁর জনপ্রিয়তা একটুও কমে নি। সম্প্রতি একের পর এক জনসভায় ভারতের বিদেশনীতির ভূয়সী প্রশংসা করে গিয়েছেন ইমরান খান। আর এই প্রশংসাই আর্থিক সংকটের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া শাহবাজ সরকারকে বার বার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আর এর জন্যই কি ইমরান খানকে নিষিদ্ধ করতে চাইছে পাকিস্তান সরকার? সাধারণত, ইমরান খান কোনও বড় জনসভা করলে তা সরাসরি সম্প্রচার করে পাক মিডিয়া।

skynews pakistan imran khan 5872276

গত শনিবার ইমরানের বক্তৃতা শেষ হতে না হতেই এই নিয়ে নিষেধাজ্ঞা জারি করে Pakistan Electronic Media Regulatory Authority বা PEMRA। সেখানে বলা হয়, পাকিস্তান তারিখ ই ইনসাফ-এর চেয়ারম্যানের কোনও বক্তৃতার সরাসরি সম্প্রচার করা যাবে না। এদিকে জনা যাচ্ছে, আর্থিক প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে শুক্রবার ইমরান খান-কে দ্বিতীয়বার নোটিস দেয় পাকিস্তানের তদন্তকারী সংস্থা Federal Investigation Agency বা FIA। এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় তাঁর গ্রেফতারি নিয়ে জল্পনা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর