‘হয় খুন হবেন, না হলে …” প্রকাশ্যে ইমরান খানকে হুমকি পাকিস্তানের মন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক : বিস্ফোরক দাবি করলেন ইমরান খান। প্রধানমন্ত্রীর ক্ষমতা হারানোর পর থেকেই একাধিকবার খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করেন ইমরান খান (Imran Khan)। গত বছর পাকিস্তানের ওয়াজিরাবাদে তাঁর উপরে প্রাণঘাতী আক্রমণ চালান হয়। তারপর থেকেই ইমরান খান দাবি করেন, সরকারের পক্ষ থেকেই তাঁকে খুন করার পরিকল্পনা করা হচ্ছে। এবার পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহের (Rana Sanaullah) গলাতেও শোনা গেল একই সুর।

সানাউল্লাহ এদিন বললেন, ‘ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান শাসক দল পিএমএল-এনের শত্রু হয়ে উঠেছেন। দেশের রাজনীতিকে তিনি এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন যে হয় ইমরান খান খুন হবেন কিংবা আমরা।’

রবিবার পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-র নেতার এই মন্তব্য ঘিরেই চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে যেখানে ইমরান খান দীর্ঘদিন ধরেই তাঁকে খুন করার চক্রান্তের অভিযোগ এনেছেন, সেখানেই তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ সঙ্গী তথা পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহের এই মন্তব্য ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মীরাও বিক্ষোভ দেখাতে শুরু করেছেন।

Untitled design 2022 06 29T191620.138

গতকাল, রবিবার একটি সংবাদমাধ্যম সাক্ষাৎকারে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, ‘হয় ইমরান খান নিজে খুন হবেন বা আমাদের খুন করাবেন। দেশের রাজনীতিকে উনি এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন যে পিটিআই বা পিএমএলএন- এই দুই দলের মধ্যে কোনও একটি দলই টিকে থাকতে পারবে। পিএমএলএনের অস্তিত্ব রীতিমতো সঙ্কটে পড়েছে। ইমরান খান রাজনীতিকে শত্রুতার পর্যায়ে নিয়ে চলে গিয়েছেন। ইমরান খান এখন আমাদের শত্রু এবং তাঁর সঙ্গে এমন ব্যবহারই করা হবে।’

এই ধরনের মন্তব্যে দেশে নৈরাজ্য তৈরি হতে পারে, এই কথা বলা হলে সানাউল্লাহ বলেন, ‘পাকিস্তানে বর্তমানে নৈরাজ্যই চলছে।’ সানাউল্লাহের এই মন্তব্যের পরই পিটিআই নেতা তথা প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরি বলেন, ‘নওয়াজ সরকার সরাসরি ইমরান খানকে খুন করার হুমকি দিচ্ছেন। সানাউল্লাহ কি সরকার চালাচ্ছেন নাকি গ্যাং?’

গত বছর নভেম্বর মাসে পাকিস্তানের পঞ্জাবের ওয়াজিরাবাদে ইমরান খানের উপরে যে গুলি চলে, সেই ঘটনার পর ইমরান খান দাবি করেছিলেন, তাঁকে হত্যা করার চেষ্টার পিছনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, রানা সানাউল্লাহের নাম উল্লেখ করেছিলেন।


Sudipto

সম্পর্কিত খবর