বাংলা হান্ট ডেস্ক: কাশ্মীরে ‘ উত্তেজনাপূর্ণ ‘ পরিস্থিতি দাবি করে কখনও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, কখনও বা রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হয়েছেন। তবে কোথাও সাফল্য মেলেনি। এদিকে, উপত্যকা থেকে ৩৭০ ধারা তুলে নিয়েছে ভারত। মোদী সরকারের এই সিদ্ধান্তে নিজের ঘরে তো বটেই আন্তর্জাতিক মঞ্চেও কোনঠাসা পাকিস্তান। ট্রাম্প থেকে শুরু করে রাষ্ট্রপুঞ্জ কেউই পাশে দাঁড়ায়নি পাকিস্তানের।
পাক সংবাদমাধ্যম জিও নিউজের খবর অনুযায়ী, সিন্ধের থারাপকর জেলায় শিব মন্দিরে যাবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এর সাথে সেখানকার এক হিন্দু সংগঠনের অনুষ্ঠানে বক্তৃতাও রাখবেন তিনি।
বর্তমানে পাকিস্তানে ২ শতাংশেরও কম হিন্দু বসবাস করেন। একদিকে যখন কাশ্মীর ইস্যুতে পাকিস্তান তোলপাড় ঠিক সেই সময় ইমরানের এভাবে হিন্দু মন্দিরে যাওয়া ও হিন্দু অনুষ্ঠানে বক্তব্য রাখা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে।
কাশ্মীর বিতর্কে যেখানে পাকিস্তান দরবার করেছে, প্রায় সব ক্ষেত্রেই হতাশ হয়ে ফিরতে হয়েছে তাদের। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে অভিযোগ জানিয়েও বিশেষ সুবিধা করতে পারেনি তারা। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেই জানিয়ে দেয় নিরাপত্তা পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা। চিন ছাড়া আন্তর্জাতিক মহলের প্রায় কাউকেই পাশে পায়নি পাকিস্তান। এবার আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি দিচ্ছে ইসলামাবাদ।