ভারতকে পরমাণু বিস্ফোরণের হুমকি দিয়ে হুংকার ছাড়লেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

 

নিজস্ব প্রতিবেদন: কাশ্মীর ইস্যু নিয়ে স্বপ্ন ভঙ্গের পর মার্কিন প্রেসিডেন্ট এর কাছে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু সোমবারের বৈঠকে নরেন্দ্র মোদী স্পষ্ট জানান যে কাশ্মীর নিয়ে কারুর মধ্যস্ততা মেনে নেবেনা ভারত। সুতরাং সেই আশাতেও ছাই পরে। এরপরই দিকবিদিক জ্ঞান হারিয়ে ভারত কে উদ্দেশ্য করে হুংকার ছাড়লেন ইমরান খান।একভাবে ভারতকে পরমাণু বিস্ফোরণের হুংকার দিল পাকিস্তান।

IMG 20190826 211047

সোমবার কাশ্মীর ইস্যু নিয়ে জাতির উদ্দেশে এক ভাষণে  পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘কাশ্মীর বিবাদ নিয়ে যত দূর যেতে হয় যাবে সরকার। মনে রাখা উচিত সেক্ষেত্রে ২টি রাষ্ট্রই পরমাণু শক্তিধর। আর পরমাণু যুদ্ধে জয়ী হয় না কোনও পক্ষই। সেক্ষেত্রে আন্তর্জাতিক স্তরেও এর প্রভাব পড়বে। তাই বিশ্বের শক্তিশালী দেশগুলির এব্যাপারে ব্যাপক দায়িত্ব রয়েছে। তবে তারা আমাদের সঙ্গে থাকুক বা না থাকুক কাশ্মীর নিয়ে সম্ভাব্য সব কিছু করবে পাকিস্তান।’

 

ইমরান খানের বক্তব্য, কাশ্মীর নিয়ে এবার একটা চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সময় এসেগেছে। তাঁর দাবি, কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা করতে চেয়েছিল পাকিস্তান, কিন্তু সাড়া দেয়নি ভারত,উল্টে  পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদত দেওয়ায় অভিযুক্ত করেছে ভারত। তার মতে লোকসভায় সরকার বদলে তিনি আলোচনায় বসার ক্ষেত্রে আশাবাদী ছিলেন কিন্তু এই সিদ্ধান্তে  তার সমস্ত আশা তেই জল পড়েছে।

 

তবে বর্তমানে পাকিস্তানের সামাজিক মূলত অর্থনৈতিক যা পরিস্থিতি তাতে ভারতের সাথে কোনো রকম সম্মুখ সমরে গেলে যে নিজের পায়ে নিজেই কুড়ুল মারবে পাকিস্তান তা বলাই যায়।

সম্পর্কিত খবর