পাকিস্তান থেকে করোনা রোগীদের ভারতে চালান করছে ইমরান সরকারঃ জম্মু ও কাশ্মীরের ডিজিপি

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (COVID-19) আতঙ্কের মধ্যেই ভারতের (India) বিরুদ্ধে এখনও শত্রুতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান (Pakistan)। পাকিস্তান থেকে করোনা আক্রান্তদের ভারতে চালান করে দিচ্ছে পাক সরকার। জম্মু ও কাশ্মীরের ডিজিপির বিবৃতি শুনে এই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভারতে।

481783 45315699

বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সন্ত্রাসবাদী কাজকর্ম করে চলেছে পাকিস্তান। কখনও ভারতে জঙ্গী ঢুকিয়ে দিচ্ছে আবার কখনও বেআইনিভাবে সন্ত্রাসবাদীদের ভারতে প্রবেশ করিয়ে জঙ্গি কার্জকলাপ ছাড়িয়ে দিচ্ছে। তবে এবার পাকিস্তান থেকে করোনা রোগীদের গুপ্তভাবে ভারতে পাঠিয়ে দিচ্ছে পাক সরকার। এই বিষয়ে জম্মু কাশ্মীরে এক ডিজিপির মন্তব্যকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

জম্মু ও কশ্মীরের ডিজিপি জানান, ‘পাকিস্তান এতদিন ধরে ভারতে জঙ্গি চালান করত। তবে এবার দেখা যাচ্ছে করোনা রোগী পাঠিয়ে দিচ্ছে। ভারতকে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। এই বিষয়ে এখন উদ্বেগ সৃষ্টি হচ্ছে’। গোটা বিশ্ব যেখানে এখন করোনা ভাইরাসের বিরুদ্ধে এক জোট হয়ে লড়ছে, কিন্তু পাকিস্তান এই সংকটের মধ্যেও তাঁদের ঘৃণ্য দিকতার প্রকাশ ঘটিয়েই চলেছে। পাকিস্তানে এখনও অবধি করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ২০৯, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭ জনের। তবে ইতিমধ্যেই পাক সরকার ইমরান খান কোয়ারেণ্টিনে চলে গেছেন।

italy coronavirus doctor 1

আবার সম্প্রতি শোনা যাচ্ছে, সন্ত্রাসবাদীদের ওয়াচ লিস্ট থেকে বেশ কয়েকশ আতঙ্কবাদীদের নাম মুছে দিয়েছে পাক সরকার। যার দরুণ এখন সমাচোলনার মুখে পড়েছে পাক সরকার ইমরান খান। তবে এখনও অবধি পাওয়া রিপোর্ট অনুযায়ী পাক অধুষ্যিত পঞ্জাব প্রদেশে ৪৩২৮ জন, সিন্ধে ৩০৫৩ জন, খাইবার পাখতুনখাওয়ায় ১৩৪৫ জন, বালোচিস্তানে ৪৯৫ জন, গিলগিট বালটিস্তানে ২৮৪ জন, ইসালামাবাদে ১৯৪ জন ও পাক অধিকৃত কাশ্মীরের ৫১ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।


Smita Hari

সম্পর্কিত খবর