বাংলাহান্ট ডেস্কঃ নোভেল করোনার (corona virus) প্রকোপ থেকে রেহাই পায়নি আমেরিকার (america) মতো দেশও। সেখানে তাঁরা কোন ছাড়! দেশে করোনা আক্রান্তের সংখ্যা যখন পাল্লা দিয়ে বেড়ে চলেছে, সেইসময় এমনই মন্তব্য করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (imran khan)। জানিয়ে দিলেন, করোনার হাত থেকে কোনও দেশেরই নিস্তার নেই।
পাকিস্তানেও হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ ইতিমধ্যেই সে দেশে ৫ হাজার ২৩০ ছুঁয়ে ফেলেছে আক্রান্তের সংখ্যা৷ রবিবারই সাড়ে ৪০০ জনের দেহে নতুন করে করোনা সংক্রমণ দেখা দিয়েছে৷ এ হেন পরিস্থিতিতে বিশ্বের কাছে আর্থিক সাহায্য চাইলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ বিশ্বের কাছে তাঁর আর্জি, পাকিস্তানের ঋণ মকুব করা হোক, কারণ করোনার বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের (pakisthan) আর্থিক সাহায্য দরকার৷
بین الاقوامی برادری، اقوام متحدہ کے سیکرٹری جنرل اور عالمی مالیاتی اداروں سے میری اپیل ہے کہ وہ کرونا کی وباء (COVID19 Pandemic) کی وجہ سے ترقی پذیر ممالک کو پیش آنے والے المیےکا مثبت انداز میں جواب دیں۔
#Global_Initiative_Debt_Relief pic.twitter.com/EfydRhfZhc— Imran Khan (@ImranKhanPTI) April 12, 2020
একটি ভিডিও মেসেজে ইমরান বলেন, ঋণের ভারে ডুবে আছে পাকিস্তান৷ করোনা ভাইরাস মোকাবিলায় পর্যাপ্ত অর্থও নেই৷ চিকিত্সার বিপুল খরচ৷ পাকিস্তানবাসীকে রেহাই দিতে ও সুস্থ রাখতে ঋণ মকুব করা হোক৷ তাঁর কথায়, ‘বিশ্বের সব দেশ একে অপরকে সাহায্য না করলে এই মহামারির বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়৷’
ইমরান বলেন, COVID-19 অভূতপূর্ব অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে৷ গ্রেট ডিপ্রিশনের চেয়ে ভয়াবহ হতে চলেছে এই বিশ্বমন্দা৷ রাষ্ট্রসঙ্ঘ, আইএমএফ ও বিশ্বব্যাঙ্কের কাছে আর্থিক সাহায্য চাওয়ার পাশাপাশি ঋণ মকুবেরও আর্জি জানিয়েছে পাক সরকার৷ ইন্টারন্যাশনাল মনিটারি (International Monitor) ফআন্ডের কাছে ১৪০০ কোটি মার্কিন ডলার ও বিশ্বব্যাঙ্কের কাছে ১০০ কোটি মার্কিন ডলার প্রাথমিক ভাবে সাহায্য হিসেবে চেয়েছে পাকিস্তান৷ ইমরানের বক্তব্য, পাকিস্তান সরকার ইতিমধ্যেই দেশবাসীর জন্য ৮০০ কোটি মার্কিন ডলার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে৷