জুয়ার ঠেক থেকে পাকড়াও হওয়া ইমতিয়াজ আজ যুব তৃণমূল সভাপতি! প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে

বাংলাহান্ট ডেস্কঃ আসন্ন নির্বাচনকে পাখির চোখ করছে বাংলার (West bengal) তৃণমূল (All India Trinamool Congress)। সেইমত চলছে দল গঠনের পালা। পুরোন সদস্যের বদলে দলে জায়গা পাচ্ছে নতুন মুখ। নতুন ভাবে সেজে উঠছে দল তৃণমূল। সেই তালিকা থেকে বাদ পড়ল না মুশির্দাবাদও। সেখানেও দেখা গেল দলের নতুন রূপ।

চলছে দল গঠনের প্রস্তুতি
পূর্বে মুশির্দাবাদের জেলা যুব সভাপতি তথা বিধায়ক আমিরুল ইসলামকে রাজ্য সম্পাদক করে, এবার এই পদের অধিকারী হলেন ইমতিয়াজ কবীর (Imtiaz Kabir)। সেইমত চলছে দলে নতুন পদের অধিকার প্রাপ্ত সদস্যের সংবর্ধনা জ্ঞাপন। কিন্তু এখন প্রশ্ন উঠছে একটাই, গতবছর যে ব্যক্তিকে জুয়ার ঠেক থেকে বামাল সমেত গ্রেপ্তার করা হয়েছিল, সেই ব্যক্তিকে এখন কি হিসাবে জেলা যুব সভাপতির পদে বসান হল?

tmc2 1595815683

ইমতিয়াজের বিপক্ষে উঠেছে অভিযোগের সুর
সূত্রের খবর মারফত, ডোমকলের পুরাতন বিডিও অফিস মোড় লাগোয়া তৃণমূল ছাত্র নেতা টিঙ্কু শেখের বাড়িতে গত বছর সেপ্টেম্বরের এক গভীর রাতে জুয়ার আসর বসেছিল। সেখানে উপস্থিত ছিলেন আজকের রাণীনগর ১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ইমতিয়াজ কবীরও।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে গিয়ে ইমতিয়াজ-সহ তৃণমূলের ১২ জন ছাত্র ও যুব নেতাকে জুয়ার ঠেক থেকে বমাল সমেত পাকড়াও করেন। বিচারে অভিযুক্তদের সাত দিনের জেল এবং সেইসময় তাদের কাছ থেকে ৫১ হাজার ৫০০ টাকা নগদ, তাসের বান্ডিল ও মদের বোতল, বাইক উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছিল।

xtmc1 1595815676.jpg.pagespeed.ic .BLQyIoPiw9

হেসে উঠল কংগ্রেসও
নির্বাচনের প্রাক্কালে দল পরিষ্কার করতে যখন পিকের টিম কাজে লেগে পড়েছে, তখন দলে এরকম একজন নতুন সদস্যের আগমনে তৃণমূলের মধ্যেই কিছুটা ক্ষোভ দেখা দিয়েছে। তৃণমূলের এরকম লজ্জা জনক কাজে হেসে উঠল অধীর চৌধুরীর দল কংগ্রেসও।


Smita Hari

সম্পর্কিত খবর