১৯৭৮ ও ১৯৮৬-তেও তৃতীয় ম্যাচে পেনাল্টি মিস করে বিশ্বকাপ জিতেছিলেন কেম্পেস, মারাদোনারা! এবার পারবেন মেসি?

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি ফুটবল বিশ্বকাপে এখনো অবধি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি তিনটি ম্যাচ খেলে ২টি গোল করেছেন। প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি। যদিও সেই ম্যাচটা হারতে হয়েছিল আর্জেন্টিনাকে। তার পরের ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে দূরপাল্লার জমি ঘেঁষা শটে অসাধারণ গোল করেছিলেন তিনি। সেই ম্যাচটি আর্জেন্টিনা জিতেছিল ২-০ ফলে।

কাল পোল্যান্ডের বিরুদ্ধে গোল করতে ব্যর্থ হলেন মেসি। ৩৯ মিনিট নাগাদ পেনাল্টি পেয়েও পোল্যান্ডের গোলরক্ষক ওইচেক সেজনিকে পরাস্ত করতে ব্যর্থ হয়েছেন তিনি। কাল গোল পেলে বিশ্বকাপে নিজেদের নবম গোলটি করে ফেলতে পারতেন আর্জেন্টাইন মহাতারকা। তবে মেসি পেনাল্টি মিস করলেও আর্জেন্টিনা জিতেছে ২-০ ফলে।

Messi lewa

অনেক উৎসাহী আর্জেন্টাইন ভক্ত একটি নতুন পরিসংখ্যান খুঁজে বার করেছেন এই ম্যাচের পরে। ইতিহাস বলছে ১৯৭৮ বিশ্বকাপে মারিও কেম্পেস আর্জেন্টিনার তৃতীয় ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন। তারপর আর্জেন্টিনা নিজেদের প্রথম বিশ্বকাপ ঘরে তুলেছিল। ১৯৮৬ বিশ্বকাপের আর্জেন্টিনার তৃতীয় ম্যাচে দিয়েগো মারাদোনাও একটি পেনাল্টি মিস করেছিলেন এবারও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল লাতিন আমেরিকান দেশটি।

এবারে চলতি কাতার বিশ্বকাপের তৃতীয় ম্যাচে পেনাল্টি মিস করলেন মহাতারকা লিওনেল মেসি। তবে কি ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে? সেই উত্তর আপাতত ভবিষ্যতের গর্ভে। তবে এমন পরিসংখ্যান দেখে খুব স্বাভাবিকভাবেই উত্তেজিত হয়ে উঠেছেন আর্জেন্টাইন ভক্তরা। মেসি আটকে গেলেও দল যে জিততে পারছে এই ঘটনা সকলকেই স্বস্তি দিচ্ছে।

আরও একটি কারণেও স্বস্তি পাচ্ছে আর্জেন্টাইন ভক্তরা। সেমিফাইনাল অবধি পৌঁছানোর জন্য অত্যন্ত সহজ রাস্তা পেয়ে গিয়েছে আর্জেন্টাইনরা। প্রথমে ‘শেষ ১৬’-র ম্যাচে তাদের প্রতিপক্ষ খাতায়-কলমে তাদের চেয়ে অনেক দুর্বল অস্ট্রেলিয়া। তারা যে আর্জেন্টিনাকে হারাবে সেই নিয়ে দ্বিমত হয়তো কেউই পোষণ করবেন না। তারপরে কোয়ার্টার ফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস বা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোনও একটি দল। নেদারল্যান্ডস নিজেদের অতীতের ছায়া হয়ে দাঁড়িয়েছে মাত্র। আর মার্কিন যুক্তরাষ্ট্র কোনওভাবেই আর্জেন্টিনার সমকক্ষ নয়। তাই সেমিফাইনালে পৌঁছানোর ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী সকল আর্জেন্টিনা ভক্ত।

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর