বিরাট সাফল্য মার্কিন সেনার! যুদ্ধে খতম জেহাদি সংগঠন IS-এর প্রধান! থমকে গেল সন্ত্রাসবাদীদের ‘খিলাফত’

বাংলাহান্ট ডেস্ক : তোলপাড় মধ্যপ্রাচ্য (Middle East)। যুদ্ধে নিহত হয়েছে ইসলামিক স্টেটের (IS) প্রধান আবু আল-হাসান আল-হাশিমি আল-কুরেশি। এক বিশেষ বিবৃতিতে প্রকাশ করে এমনই জানিয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনটি। বুধবার আইএসের মুখপাত্র জানায়, ‘আল্লাহর শত্রুদের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয়েছে হাশিমির।’

গত ফেব্রুয়ারি মাসে সিরিয়ার ইদলিব শহরে আমেরিকা সেনার এক অভিযানে মৃত্যু হয় তৎকালীন আইএস প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরেশি এবং আইএস মুখপাত্র আবু হামজা আল-কুরেশির। এরপরই মার্চ মাসে আবু আল-হাসান আল-হাশিমি আল-কুরেশিকে সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে আইএস। এবার তার মৃত্যুতে বেশ বড়সড় আঘাত পেল জেহাদিরা। জানা যাচ্ছে বুধবারের এক অডিও বার্তায় নতুন প্রধানের নামও ঘোষণা করে ইসলামিক স্টেট। সংগঠনের প্রধান হিসাবে এবার উঠে আসছে আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরেশি। এই ঘটনায় ‘খিলাফত’ বা বিশ্বজুড়ে মুসলিম সাম্রাজ্য গড়ে তোলার চেষ্টাও বাধা প্রাপ্ত হবে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের।

২০১৯ সালে সিরিয়ার ইদলিব শহরে মার্কিন ‘ডেল্টা ফোর্স’-এর অভিযানে নিহত হয় আইএসের প্রথম সুপ্রিম লিডার আবু বকর আল বাগদাদির। এরপর দলের দায়িত্ব নেয় ৪৫ বছরের শিক্ষাবিদ আবু ইব্রাহিম। এক সময়ে ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের সেনা বাহিনীর সদস্যও ছিল সে। ইব্রাহিমের সময়ই তাঁর সঙ্গে সম্পর্ক মজবুত হয় হাশিমির। চলতি বছরের মে মাসে তুরস্কের ইস্তানবুলে হাশিমি গ্রেফতার হয় বলে ‘খবর’ মিলেছিল। তবে তা অস্বীকার করে তুরস্ক।

২০১৭ সেলে ইরাকে পরাজিত হয় ইসলামিক স্টেট। তবে হারলেও এখনও যথেষ্ট শক্তি ধরে সংগঠনটি। কয়েকদিন আগেই ইরানের সিরাজ শহরে একটি মাজারে আক্রমণ করে আইএসের বন্দুকবাজরা। এছাড়া হিজাব বিক্ষোভের সময় জঙ্গিদের গতিবিধি ভবিষ্যতে বড় অঘটনের দিকেই ইঙ্গিত করে বলে দাবি ওয়াকিবহাল মহলের।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর