লোকসভায় জিতব তিনশোর বেশী আসনে! এবার টার্গেটে বেঁধে দিলেন অমিত শাহ

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগে পর্যন্ত বিজেপি নেতাদের আশা ছিল, “আবকি বার, ৪০০ পার।” অর্থাৎ বিজেপি নেতারা দাবি করতেন যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে চারশোরও বেশি আসন নিয়ে জয়লাভ করবে বিজেপি। কিন্তু এইবার বিজেপি নেতা অমিত শাহ (Amit Shah) আর অতখানি আশার আলো দেখালেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, বিজেপি ২০২৪ সালে ফের ক্ষমতায় আসবে। তবে সেটা ৩০০র বেশি আসন নিয়ে।

বিজেপি (Bharatiya Janata Party) নেতারা যতই বলে বেড়ান না কেন, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ৪০০ আসনের কথা আজ উল্লেখ করলেন না। মঙ্গলবার অমিত শাহ অসমের একটি সমাবেশ থেকে বলেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ দিল্লিতে ২০২৪ সালে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে। নরেন্দ্র মোদির তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন। অসমের সভা থেকে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ৩০০র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে।

অমিত শাহর দাবি, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোরো কর্মসূচির পরেও উত্তর-পূর্ব অংশ থেকে সাফ হয়ে গেছে হাত শিবির। বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতকে অপমান করেছেন রাহুল। এভাবে চলতে থাকলে গোটা দেশ থেকেই কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে। অসমের ডিব্রুগড়ে এ দিন সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্তমানে সে রাজ্যে শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মার দাপটে সে রাজ্যে অস্তিত্ব সংকটে কংগ্রেস। বিজেপির পরবর্তী লক্ষ্য গোটা উত্তর-পূর্ব অংশে নিজেদের ঘাঁটি শক্ত করা। যদিও আজ অমিত শাহর দুটি মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে চর্চা। প্রথমত অমিত শাহ কেন নিজেদের লক্ষ্যমাত্রা ৪০০ থেকে কমিয়ে ৩০০ আসনে নিয়ে আসলেন? তাহলে কি লোকসভা নির্বাচনের আগে কনফিডেন্স এর অভাব বোধ করছে গেরুয়া শিবির?

amit shah

অন্যদিকে, এর আগে কোনও ব্যক্তি তিনবারের জন্য টানা প্রধানমন্ত্রী হননি। শাহর কথা মতো যদি নরেন্দ্র মোদি তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হন, তাহলে তা প্রশ্ন ছুঁড়ে দেবে বিজেপির গঠনতন্ত্রে। কারণ, বিজেপির গঠনতন্ত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি বড় ভূমিকা রয়েছে। আর সংঘ কখনওই এক ব্যক্তির আধিপত্য সমর্থন করে না। ফলে, আরএসএস কিভাবে এই ব্যাপারটি দেখবে সেই নিয়েও থেকে যাচ্ছে প্রশ্ন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর