বাংলাহান্ট ডেস্ক : বীরভূমে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের উত্থান কোনও সিনেমার গল্পের থেকে কম নয়। পৈত্রিক মাছের ব্যবসা থেকে জীবন শুরু করা অনুব্রত আজ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। সম্প্রতি গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন তিনি। এরপর রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তদন্তকারীদের হাতে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। প্রায় প্রতিদিনই আবিষ্কার হচ্ছে অনুব্রত মণ্ডলের ভুরি ভুরি সম্পত্তি।
তদন্তকারীরা এও জেনেছেন অনুব্রত মণ্ডল শুধু নিজের নামে নয় ,তার প্রয়াত স্ত্রী এবং কন্যা সুকন্যা নামেও অগাধ সম্পত্তি তৈরি করেছেন। পাশাপাশি তার আত্মীয়-স্বজনের সম্পত্তি চোখে পড়ার মতন।
এর পাশাপাশি এবার আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এলো তদন্তকারীদের আতশ কাঁচে।
সরকারি নথি থেকে জানা যাচ্ছে বোলপুরের খোসকদমপুর , কালিকাপুর , গয়েশপুর মৌজা সহ বিভিন্ন এলাকায় গত চার বছরে বিপুল পরিমাণ জমি কিনেছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল কোন রোজগারের টাকায় এত পরিমাণ জমি কিনলেন এখন সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। সিবিআই আধিকারিকরা মনে করছেন গরু পাচারের বিপুল টাকা এভাবেই বিভিন্ন খাতে বরাদ্দ করেছেন অনুব্রত।
সরকারি নথি অনুযায়ী বল্লভপুর, মকরমপুর, গয়েশপুর, খোসকদমপুর ও কালিকাপুর মৌজা এলাকায় একাধিক জমি রয়েছে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল ও প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের নামে। অনুব্রত মণ্ডল এর নিজের নামে গয়েশপুর মৌজায় ১৬টি জমি, বোলপুর মৌজায় ৪টি এবং খোশকদমপুর মৌজায় ২টি জমি রয়েছে । সূত্র মারফত জানা গেছে এই জমি গুলি কেনা হয়েছিল ২০২১ সাল নাগাদ।এছাড়াও ২০১৮ সালে ১টি জমি গয়েশপুর মৌজায় কেনা হয়।পাশাপাশি ২টি জমি ২০১৯ সালে ও ৩ টি জমি কেনা হয় ২০১৭ সালে। বিশেষ সূত্রের খবর , ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ২৪০ কাঠা জমি কিনেছেন অনুব্রত।
পাশাপাশি স্থানীয় সূত্রের খবর, যে সকল এলাকায় অনুব্রত মণ্ডল জমিগুলি কিনেছিলেন সেই সব এলাকায় বর্তমানে জমিগুলির মূল্য কোটি কোটি টাকা। কিন্তু অনুব্রত মণ্ডল সেই সময় বাজার চলতি দামের অপেক্ষা অনেক কম দামে সেই জমিগুলি হস্তগত করেন। অর্থাৎ জমি কেনার ক্ষেত্রে প্রভাব খাটানোর অভিযোগও উঠছে তার বিরুদ্ধে।