৪০ দিনে প্রতিদিন এত টাকা করে কমেছে দাম! এই কারণে সোনার দরে হচ্ছে ক্রমাগত পতন

বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম (Gold Price) বাড়ল নাকি কমল এই বিষয়ে সকলেই উৎসুক থাকেন। তবে, গত সপ্তাহে একদম নিউইয়র্ক থেকে শুরু করে নয়াদিল্লি পর্যন্ত সোনার দাম কমেছে। পাশাপাশি, আমরা যদি চলতি বছরের কথা বলি, সেক্ষেত্রে বিগত ৪০ দিনে সোনার দাম প্রতিদিন ৩০ টাকারও বেশি কমছে। উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এছাড়াও, ফেড চলতি বছরে সুদের হারও কমাতে পারে। এমতাবস্থায়, জানুয়ারির শেষে ফেডের বৈঠকে সুদের হার স্থিতিশীল রাখার ঘোষণার কারণে সোনার দাম কমেছে। ইতিমধ্যেই ভারতের ফিউচার মার্কেটে সোনার দাম ৬১,৩০০ টাকার নিচে নেমে গেছে। অন্যদিকে রুপোর দামেও পতন লক্ষ্য করা যাচ্ছে।

ডলার ইনডেক্স: বিগত ৪০ দিন ধরে সোনার দাম কমার প্রসঙ্গে ওয়েলথওয়েভ ইনসাইটস-এর প্রতিষ্ঠাতা সুগন্ধা সচদেবা জানিয়েছেন, ডলার সূচকের নমনীয়তার কারণে এবং ফেডারেল রিজার্ভ আধিকারিকদের তীক্ষ্ণ প্রতিক্রিয়ার কারণে গত সপ্তাহে সোনার দাম কমেছে। এই দামে ১.৪২ শতাংশ পতন দেখা গেছে। ওই আধিকারিকদের প্রতিক্রিয়ার কারণে, মার্কিন ফেড পলিসি রেট কমানোর প্রত্যাশা কমিয়ে দিয়েছে। ফেডের মতে, পলিসি রেট কমানোর আগে মুদ্রাস্ফীতি হ্রাসের সুনির্দিষ্ট প্রমাণের প্রয়োজন হবে। যার জেরে মার্কিন ডলারের দাম বেড়েছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক দীর্ঘ সময়ের জন্য সুদের হারে কোনো পরিবর্তন না করার সিদ্ধান্ত নিতে পারে।

In 40 days, the price has been reduced by so much money every day

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: অন্যদিকে কমোডিটি মার্কেটের বিশেষজ্ঞদের মতে, সোনার দামের এই পতন বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের বিষয় নয়। বর্তমানে, MCX-এ সোনার ৬১,৫০০ টাকার সমর্থন রয়েছে। এমতাবস্থায়, একটি সিঙ্গেল ট্রিগার সোনার দাম রকেট করতে পারে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। অন্যদিকে, আমেরিকায় মুদ্রাস্ফীতির পরিসংখ্যান সংশোধন করা হবে। তাই, সোনার দাম বাড়বে।

আরও পড়ুন: সীমান্তে বাড়ছে ভারতের হুঙ্কার! চিনের নাকের ডগায় এই কাজটি করছে ভারত, আতঙ্কে বেজিং

লক্ষ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: মার্কিন ডলারের নমনীয়তার কারণে সোনার দামের ওপর চাপের বিষয়ে HDFC সিকিউরিটিজের কমোডিটি অ্যান্ড কারেন্সি হেড অনুজ গুপ্তা জানিয়েছে, “মার্কিন ডলার আজকাল নমনীয়তা দেখাচ্ছে। এর প্রধান কারণ, চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাজার কিছু ত্রাণ প্যাকেজ আশা করছে। তাই মার্কিন ডলারের এই ওঠানামা অব্যাহত থাকবে বলে অনুমান করা হচ্ছে।” পাশাপাশি, গুপ্তা সোনা এবং অন্যান্য বুলিয়ন বিনিয়োগকারীদের সুদের হার কমানোর বিষয়ে মার্কিন ফেড আধিকারিকদের অবস্থান সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন: কাতারের সাথে বড় “ডিল” ভারতের! আরও ২০ বছরের জন্য আমদানি হবে LNG, হল ৭৮ বিলিয়ন ডলারের চুক্তি

৪০ দিনে সোনার দাম প্রতিদিন ৩০ টাকারও বেশি কমেছে: উল্লেখ্য যে, ইতিমধ্যেই নতুন বছরের ৪০ দিন পেরিয়ে গেছে। এই সময়ে সোনার দাম প্রতিদিন ৩০ টাকারও বেশি কমেছে। গত বছরের শেষ ব্যবসায়িক দিনে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম প্রতি ১০ গ্রামে ছিল ৬৩,৫৩১ টাকা। যেখানে ঠিক ৪০ দিন পরে অর্থাৎ ৯ ফেব্রুয়ারি, ভারতীয় ফিউচার মার্কেটে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬২,২৯৪ টাকায় দেখা গিয়েছিল। এর মানে এখনও পর্যন্ত সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,২৩৭ টাকা কম হয়েছে। যদি এটি দৈনিক ভিত্তিতে গণনা করা হয় তবে এটি প্রায় ৩১ টাকা কমেছে। বিশেষজ্ঞদের বিশ্বাস, আগামী দিনে সোনার দামে ওঠানামা হতে পারে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর