বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাস বিষয়ক চীন (China) আমেরিকার (America) দ্বন্ধ ক্রমশ জোরালো হয়ে উঠছে। মার্কিন সরকার ডোনাল্ড ট্রাম্প মহামারির প্রথম থেকেই এই ভাইরাসের জন্য চীন সরকার শি জিনপিংকে দায়ী করে এসেছে। এবার মার্কিন বিদেশ মন্ত্রী মাইক পম্পেও (Mike Pompeo) এই বিষয়ে এক কড়া মন্তব্য করলেন।
করোনা ভাইরাস প্রথম মারণ ভাইরাস নয়
মাইক পম্পেও বলেছেন, ‘চীনের কমিউনিস্ট পার্টি থেকে যে আগত বিপদ, তাঁদের দেশের জন্য বাস্তবিক এক বড় ক্ষতির সমান। তবে চীন থেকে আসা এই করোনা ভাইরাস, কোন প্রথম মারণ ভাইরাস নয়। বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আমেরিকা’।
আমেরিকান নাগরিকদের স্বাধীনতা রক্ষা করাই আমাদের ধর্ম
বুধবার পম্পেও বলেছেন, ‘পরিস্থিতি আঁচ করতে পেরে ট্রাম্প প্রশাসন বেইজিংয়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে সঠিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। আমাদের প্রাথমিক ধর্মই হল আমেরিকান নাগরিকদের স্বাধীনতা রক্ষা করা। এর জন্য সবরকম পদক্ষেপ নেওয়া হবে। আমরা অপেক্ষা করব এটা দেখার জন্য, যে তারা কিভাবে তাঁদের প্রতিশ্রুতি পালন করছে’।
বৌদ্ধিক সম্পত্তি চুরি করছে চীন
এক সাক্ষাৎকারে পম্পেও বলেছেন, ‘২০১৫ সালেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিষয়ে সতর্ক করেছিলেন। চীনের কমিউনিস্ট পার্টি আমাদের বৌদ্ধিক সম্পত্তি চুরি করে, তা আবার আমাদের কাছেই বিক্রি করত। প্রতারক চীন বিশ্বের যে কোন দেশের থেকে, প্রচুর পরিমাণে সাইবার চুরি করছে’।
সূচনা করা হয়েছে নতুন মিশনের
তিনি আরও জানান, ‘যতবারই আমরা করোনা ভাইরাসের বিষয়ে বিশদে জানতে চেয়েছি, ততবারই চীন সঠিকভাবে তদন্ত করতে দিচ্ছে না। বর্তমানে আমরা চেষ্টা করছি যাতে শি জিনপিং-এর মডেল যাতে আমাদের স্বাধীন দেশের জনগণের উপর না পড়তে পারে, তাঁর জন্য আমরা একটা মিশনের সূচনা করেছি’।