বিশ্বের সবচেয়ে বড় বিরল গোলাপি হীরের সন্ধান পাওয়া গেল আফ্রিকায়, ৩০০ বছরের ইতিহাসে এই প্রথম

বাংলাহান্ট ডেস্ক : আফ্রিকায় সন্ধান মিললো বিশ্বের সবচেয়ে বড় বিরল গোলাপী হীরের। এটি কি সবচেয়ে বড় ঘিরে নাকি অন্যতম বড় হীরে, তাই নিয়ে দ্বিধা বিভক্ত বিশেষজ্ঞরা। কিন্তু একটি বিষয় সকলেই নিশ্চিত যে গত ৩০০ বছরে এই ধরনের গোলাপি হীরে আবিষ্কার এই প্রথম। মধ্য আফ্রিকার অ্যাঙ্গোলার লুলো খনি থেকে ১৭০ ক্যারেটের পল না কাটা এই গোলাপি হীরেটি উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই হীরেটি বিশ্বের অন্যতম বিরলতম একটি হীরে।

সাধারণত রত্নের প্রকারভেদ হয়ে থাকে বিশুদ্ধতা এবং বিরলতার ভিত্তিতে। সেক্ষেত্রে ‘টাইপ টুএ’ জাতীয় হীরে হলো সবচেয়ে বিশুদ্ধ। এই উদ্ধার হাওয়া গোলাপি হীরেটি ‘টাইপ টুএ’ জাতির। বিরল এই গোলাপি হীরে উদ্ধারের পর নামকরণ করা হয়েছে। এই হীরেটির নাম দেওয়া হয়েছে ‘লুলো রোজ’। লুলো খনিটি আফ্রিকার অ্যঙ্গোলান সরকার এবং লুকাপা ডায়মন্ড সংস্থার অধীনস্থ। তাই এই গোলাপি হীরেটির উপর অধিকার দুই পক্ষেরই।

গোলাপি হীরে কি? হীরের রং সাধারণত সাদা হয়ে থাকে। কিন্তু বিশেষজ্ঞরা বলে থাকেন অত্যাধিক চাপ ও তাপমাত্রায় সাদা হীরে ধীরে ধীরে গোলাপি রঙের আকার ধারণ করে। সেক্ষেত্রে এই গোলাপি হীরে খুবই বিরল।

jpg 20221024 130449 0000

দাম কেমন হয়?
গোলাপি হীরের দর বিশাল। বিশেষজ্ঞরা জানিয়েছেন পিংক স্টার নামের ৫৯.৬ ক্যারেটের একটি গোলাপি হীরে বর্তমান মূল্যের বিচারে প্রায় ৫৮৮ কোটি টাকায় বিক্রি হয়েছিল ২০১৭ সালে। সেক্ষেত্রে লুলু রোজ হীরের ওজন দুই গুণেরও বেশি, তাই এর দামও হবে আকাশ ছোঁয়া।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর