বাংলা হান্ট ডেস্ক : রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি জোরকদমে চলছে। ২২ শে জানুয়ারি, সমগ্র বিশ্ব শ্রী রামের প্রাণপ্রতিষ্ঠার সেই ঐতিহাসিক মুহূর্তটির জন্য সাক্ষী থাকবে। ফলে রাম মন্দির বর্তমানে চর্চার তুঙ্গে রয়েছে। আর এই চর্চার মাঝেই উঠে এসেছে একটি ডাকটিকিটের ছবি। এটি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে। কী এমন আছে এই ডাকটিকিটটির মধ্যে? চলুন আজ আপনাদের সেটির নিয়েই জানাবো।
বর্তমানে ১৯৬৭ সালের নেপাল (Nepal) দ্বারা জারি হওয়া একটি ডাকটিকিট (Postage Stamp) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ডাকটিকিটটি বর্তমানে ‘দ্য লিটল মিউজিয়াম’ (The Little Museum) এ সংরক্ষণ করে রাখা রয়েছে। এই মিউজিয়ামটি অবস্থিত লখনউয়ে (Lucknow)। এটির মালিক হচ্ছেন অশোক কুমার (Ashok Kumar)।
এই ডাকটিকিটটিকে বিরল বা দুর্লভ বলা হচ্ছে, কারণ এটির মধ্যে লুকিয়ে রয়েছে একটি রহস্য। এই গোপন রহস্যের কথাই আজ আপনাদের জানাবো। আসলে এই ডাকটিকিটটি ৫৭ বছর পুরনো। এই ডাকটিকিটটি জারি করা হয়েছিল ভগবান রামের শশুরবাড়ি নেপাল থেকে। এই মুহূর্তে এটি বিস্ময়কর কাকতালীয় থেকে কম কিছু নয়।
১৯৬৭ সালে এই ডাকটিকিটটি জারি করা হয়েছিল ভগবান রাম এবং মা সীতাকে উদ্দেশ্য করে। যেখানে কাকতালীয়ভাবে রাম মন্দিরের প্রতিষ্ঠার বছর লেখা রয়েছে। ১৫ পয়সার এই ডাকটিকিটটিতে রাম নবমী ২০২৪ (Ram Nabami 2024) লেখা আছে।
এক সাক্ষাৎকারে সেই মিউজিয়ামের মালিক অশোক কুমার বলেছেন, ‘১৯৬৭ সালে এই ডাকটিকিট জারি হয়েছিল নেপালে। এখানে শ্রী রামকে তীর-ধনুক হাতে নিয়ে দেখা যাচ্ছে। আর ভগবান রামের ঠিক সামনেই রয়েছেন মা সীতা। আসলে এটি ১৯৬৭ সালে ১৮ এপ্রিল রাম নবমীর উপলক্ষে এটি প্রকাশ করা হয়েছিল। আর এখানে ২০২৪ লেখা রয়েছে, কারণ তা লেখা হয়েছে বিক্রম সম্বত (Vikrama Samvat) অনুসারে। যা ইংরেজি ক্যালেন্ডার থেকে ৫৭ বছর এগিয়ে থাকে। তাই ডাকটিকিটটির মধ্যে রাম নবমী ২০২৪ লেখা রয়েছে। আর তিনি দাবি করেছিলেন, যে এই ডাকটিকিটটি তিনি করোও কাছ থেকে কিনে ছিলেন।