রাস্তার মধ্যেই চুলের মুঠি ধরে মারধর মহিলাদের, প্রকাশ্যে পাকিস্তানের আসল রূপ!

   

বাংলাহান্ট ডেস্ক : রাস্তার মধ্যেই চুলের মুঠি ধরে মারধর বালোচ মহিলাদের । পাকিস্তানি (Pakistan) পুলিশের এই জঘন্য কাজের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠছে আন্তর্জাতিক স্তরে। বিশেষ সূত্রে খবর, করাচিতে নিখোঁজ আত্মীয়দের সন্ধানে প্রতিবাদ করছিলেন ওই মহিলারা। তখনই তাঁদের উপর ঝাপিয়ে পড়ে পাকিস্তান পুলিশের বিরাট বাহিনী। প্রচণ্ড মারধর করে বিক্ষোভকারীদের বন্দী করা হয় করাগারে।

সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, রবিবার করাচি শহরের বুকে ঘটা এই অমানবিক ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বালোচ সমাজকর্মীরা। মানবাধিকারকর্মী আশরফ বালোচ নিজের টুইটার হ্যান্ডেল থেকে লেখেন, ‘এটাই ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের আসল রূপ। এখানে নিখোঁজ আত্মীয়দের খোঁজে আসা বালোচ মহিলাদের রাস্তায় ফেলে টানা-হ্যাঁচড়া করা হয়। এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে এই পাকিস্তান আবার রাষ্ট্রসংঘের সদস্য।’

প্রসঙ্গত, পাকিস্তানের (Pakistan) হাত থেকে মুক্তি চাইছে দেশটির বৃহত্তম প্রদেশ বালোচিস্তান। দীর্ঘদিন ধরেই স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম করছে ‘বালোচ লিবারেশন আর্মি’-র মতো একাধিক সংগঠন। আর এই লড়াইকে দমন করতে অপহরণ, গুমখুন, ধর্ষণের মতো অত্যাচার চালাচ্ছে পাকিস্তানি সেনা ও আইএসআই। এখনও পর্যন্ত বালোচিস্তানের কয়েক হাজার মানুষ নিখোঁজ হয়েছেন। অভিযোগ, এদের অনেককেই খুন করা হয়েছে এবং বাকিদের গোপন জায়গায় বন্দি করে রাখা হয়েছে।

কানাডার থিঙ্কট্যাঙ্ক ‘ইন্টারন্যাশনাল ফোরাম ফর রাইটস অ্যান্ড সিকিউরিটি’-র একটি রিপোর্টে বলা হয়েছে, অপহরণ ও গুমখুনের ঘটনার উপর লাগাম টানার প্রতিশ্রুতি দিয়েছে একের পর এক নির্বাচিত সরকার। কিন্তু আদতে কোনও পদক্ষেপই করেনি তারা। বাস্তবে এই রকম দমনমূলক পথ অবলম্বন করে বলোচিস্তানে প্রতিবাদের স্বর মুছে ফেলতে চাইছে ইসলামাবাদ। এই ভাবেই পাকিস্তান সেনার বিরুদ্ধে যারা প্রতিবাদ করে তাদের দমন করা হয়।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর