ফের মাথাচাড়া দিয়ে উঠছে বামেরা! তৃণমূল কর্মীদের সতর্ক করে দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্ক : দক্ষিণ দিনাজপুর এলাকাতে ফের সক্রিয় হচ্ছে বামপন্থীরা। বামেদের নিয়ে মাথা ব্যথার কারণ ব্যাখ্যা করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট (Balurghat) শহরের চকভৃগু এলাকায় তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বামেদের মাথাচাড়া দেওয়ার ঘটনাটি নিয়ে কর্মীদের সতর্ক করেন তিনি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে তৃণমূলের ত্রিপুরার পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় সভায় এও বলেন, এই জেলায় তৃণমূলের সংগঠন এখনো খুব দুর্বল।

সভা থেকে রাজীব বলেন, “বামপন্থীরা আবার দক্ষিণ দিনাজপুর জেলায় মাথাচাড়া দিয়ে উঠছে। বাংলাকে শেষ করে দিয়েছিল এই বামপন্থীরা। আমাদের সাংগঠনিক দুর্বলতা যেন বামেদের কাছে সুযোগ হয়ে না দাঁড়ায় সেই দিকে খেয়াল রাখতে হবে।” পাশাপাশি তার বক্তব্য, “যদি দলকে শক্তিশালী না করা যায় তাহলে ফের পুরনো দিনের অবস্থায় ফিরে যেতে হবে। আমার মনে হচ্ছে দক্ষিণ দিনাজপুরে বড্ড বেশি গঙ্গারামপুর কেন্দ্রিক হয়ে উঠছে তৃণমূল। জেলার সর্বত্র আমাদের নজর দিতে হবে। রাজ্যের সব নেতাদের কাছে আমার অনুরোধ যাতে জেলার সব ব্লকে নজর দিতে পারা যায়।”

এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেন, “বিজেপির আমলে বেড়েছে বেকারত্ব। বালুরঘাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে নতুন পালক যোগ করতে হবে। রাজনৈতিক দল করে খাওয়ার জায়গা নয়। নিজেদেরকে শক্তিশালী করে মানুষের কাছে পৌঁছতে হবে।”

IMG 20210626 204714

বুধবার বিকেলে বালুরঘাটের তৃণমূলের বিজয়া সম্মেলনকে ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। এদিনের সভায় রাজিব বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের জেলার চেয়ারম্যান নিখিল সিংহ রায়, DPSC র চেয়ারম্যান সন্তোষ হাঁসদা, যুব সভাপতি অম্বরীশ সরকার, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিসকু সহ অন্যান্য তৃণমূল নেতারা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর