ফের রেল দুর্ঘটনা বাংলাদেশে! গাজীপুরে মুখোমুখি দুই ট্রেন, লাইন থেকে ছিটকে গেল ৫ বগি, আহত ৫০

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকল বাংলাদেশ (Bangladesh)। দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ভারতের পড়শী রাষ্ট্রে। এই সংঘর্ষের ফলে লাইনচ্যুত হয়েছে ট্রেনের ৫ টি বগি। এই দুর্ঘটনায় আহতের সংখ্যা আনুমানিক ৫০। গাজীপুর জয়দেবপুর রেলওয়ে জংশন (কাজীবাড়ী) এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার।

টাঙ্গাইল কমিউটার এবং মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। জয়দেবপুর স্টেশন মাস্টার হানিফ মিয়া জানিয়েছেন, এই দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল  ১০টা ৫০ মিনিট নাগাদ। স্টেশন মাস্টারের কথায়, এই দুর্ঘটনায় অন্তত পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার ফলে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে ঢাকার সাথে উত্তর-পশ্চিম রুটের।

আরোও পড়ুন : এই সুদের টাকা ফেরত দিতে হবে ব্যাঙ্কগুলিকে! RBI’র নয়া নির্দেশিকায় কপাল খুলছে গ্রাহকদের

জানা গেছে একটি মালবাহী ট্রেন দাঁড়িয়েছিল গাজীপুরের জয়দেবপুর স্টেশনে। আজ সকালে একটি যাত্রীবাহী ট্রেন এসে ধাক্কা মারে মালবাহী ট্রেনটিকে। জয়দেবপুর স্টেশনের দক্ষিণে আউটার সিগন্যালে দুর্ঘটনাটি ঘটেছে আজ সকাল ১০টা ৫০ মিনিটে। জয়দেবপুরের স্টেশনমাস্টার হানিফ মিয়ার কথায়, প্রাথমিকভাবে জানা গেছে সিগন্যাল ম্যানের ভুলে টাঙ্গাইল কমিউটার ও মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরোও পড়ুন : হেলায় হারালেন প্রতিকূলতাকে! জলপাইগুড়ি থেকে মাধ্যমিকে সফল ৪ মূক-বধির পরীক্ষার্থী

এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমিউটার ট্রেনের লোকোমাস্টার বা ট্রেনের চালক। প্রত্যক্ষদর্শীদের কথায়, উত্তরবঙ্গ থেকে গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল টাঙ্গাইল কমিউটার।  স্টেশনের আউটার সিগনালে ট্রেন পৌঁছালে তার সংঘর্ষ হয় ঢাকা থেকে আসা একটি তেলবাহী ট্রেনের সাথে। তবে খুব একটা বেশি যাত্রী ছিলেন না টাঙ্গাইল কমিউটারে।

prothomalo english 2024 05 9f15f61b 88b5 496f 9d7c 24265093d268 prothomalo bangla 2024 05 56a18892 f490 4c26 9b35 6889b2d21126 WhatsApp Image 2024 05 03 at 11 52 10

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় আহত চারজনকে নিয়ে যাওয়া হয়েছে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর