এ কী কান্ড! দিনের আলোয় চেষ্টা চলছে দানপাত্র লুটের, ঢাকেশ্বরী মন্দিরের ভিডিও ঘিরে তোলপাড়

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার মন্দিরের প্রণামী বাক্স লুটের ঘটনা ঘটল। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার জাতীয় ঢাকেশ্বরী মন্দিরে। মন্দিরের সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে, মহানগর সার্বজনীন পুজো মন্ডপের দানবাক্সের সামনে লুঙ্গি ও আকাশি কালারের শার্ট পরে এক ব্যক্তি এসে উপস্থিত হয়।

এরপর ওই ব্যক্তি দানবাক্সটি হাতে তুলে নিয়ে আছাড় মেরে ফেলে দেয় মাটিতে। এরপর তাতে ক্রমাগত সে লাথি দিতে থাকে। এরপর সে ওই দানবাক্সটি নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে মন্দির থেকে। বেরিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তিটাকে ধরে ফেলেন মন্দিরের লোকজনেরা। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজের নাম-পরিচয় নিয়ে অসংলগ্ন কথা বলতে শুরু করে।

   

আরোও পড়ুন : ক্যাশলেস চিকিৎসার অনুমোদন মিলবে মাত্র ১ ঘন্টাতেই! বড় পরিবর্তন মেডিক্লেমের ক্ষেত্রেও

তারপর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জানা গেছে, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাকে মানসিক বিকারগ্রস্ত ভেবে ছেড়ে দেয়। দানবাক্স লুটের সময় ব্যক্তিটিকে হাতেনাতে ধরে ফেলা ও পুলিশের ছেড়ে দেওয়ার ঘটনায় উঠেছে প্রশ্ন। এই ঘটনার বিষয়ে জানতে চকবাজার থানার ওসিকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

আরোও পড়ুন : চুরির অপবাদ, বারুইপুর আশ্রমে পিটিয়ে খুন সপ্তম শ্রেণির ছাত্র! উত্তেজনা গোটা এলাকায়

এরপর থানার পরিদর্শককে ফোন করা হলে তিনি জানান, তিনি ব্যস্ত ছিলেন অন্য কাজে। বিষয়টি নিয়ে তিনি কিছু জানেন না। ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত দেব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে এক ব্যক্তি মন্দিরে ঢুকে দানবাক্স ছুঁড়ে ফেলে দিয়ে লাথি মারতে থাকে।

এই সময় মন্দিরে নিরাপত্তারক্ষীরা তাকে ধরে তুলে দেয় চকবাজার থানার পুলিশের হাতে। এরপর পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে পাগল চিহ্নিত করে ছেড়ে দেয়। জয়ন্ত বাবু জানিয়েছেন, রাতে বিষয়টি নিয়ে চকবাজার থানায় জিডি করা হয়েছে। মন্দিরের প্রাক্তন সভাপতি মনিন্দ্র কুমার নাথ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

main 1716955309

এই ধরনের ঘটনা জাতীয় মন্দিরে কখনোই আশা করা যায় না। পুলিশ কমিশনার এই ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ অফিসারকে ক্লোজ করার নির্দেশ দিয়েছেন। একই সাথে সিসিটিভি ফুটেজ দেখে তিনি হামলাকারীকে গ্রেপ্তারেরও নির্দেশ দিয়েছেন। তবে এই খবরটি ভাইরাল হওয়ার পর থেকেই রীতিমত তোলপাড় পড়ে গিয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর