হিন্দুদের উপর বর্বরোচিত হামলা! তোলপাড় বাংলাদেশে,ভেসে আসছে শয়ে শয়ে মানুষের আর্তনাদ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার বাংলাদেশে (Bangladesh) প্রশ্নের মুখে হিন্দুদের সুরক্ষা। হিন্দু জনগোষ্ঠীর উপর হামলা চালানোর অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে। মেট্রোপলিটন পুলিশের সাথে হিন্দুদের চট্টগ্রামের হাজারি গলিতে ব্যাপক সংঘর্ষের খবর উঠে আসছে। এই সংঘর্ষে আহত হয়েছেন বহু মানুষ।

বাংলাদেশের (Bangladesh) হিন্দুদের উপর ব্যাপক অত্যাচার

পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে ৪৯ জনকে। ৫৮২ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত গত ৫ই নভেম্বর। সোশ্যাল মিডিয়ায় হিন্দু ও ইসকনের বিরুদ্ধে কুরুচিকর পোস্ট করেন জামাত-ই-ইসলামি সংগঠনের সদস্য ওসমান আলি। 

Is the national anthem of Bangladesh changing.

ঘটনার প্রতিবাদে ওপার বাংলায় (Bangladesh) চট্টগ্রামের হাজারি গলিতে ওই ব্যক্তির দোকানের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন হিন্দুরা। তারপর শুরু হয় ব্যাপক অশান্তি। স্থানীয় হিন্দুরা (Hindu) অভিযোগ করেছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ আসার পর বেছে বেছে হিন্দুদের উপর লাঠিচার্জ করে।

আরোও পড়ুন : ফুঁসছে ঘূর্ণাবর্ত! রাত পোহালেই ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে? আবহাওয়ার আগাম খবর

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেছে দেখা যাচ্ছে, পুলিশ ও সেনা বাহিনীর কর্মীরা নির্বিচারে আক্রমণ করছেন। এমনকি সিসিটিভি ভাঙার অভিযোগও ওঠে পুলিশের বিরুদ্ধে। পুলিশের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করে বলা হয়েছে, পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছিলেন প্রতিবাদীরা। এমনকি পুলিশকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ার অভিযোগও আনা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হাজারি গলিতে মূলত হিন্দু সম্প্রদায়েরই বাস। দুই সম্প্রদায়ের মানুষ এই সংঘর্ষে জড়িত থাকলেও, পুলিশের তরফ থেকে টার্গেট করা হচ্ছে হিন্দুদের। এলাকা ছেড়ে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সবমিলিয়ে আতঙ্কে দিন কাটছে সেখানকার হিন্দু সম্প্রদায়ের বাসিন্দাদের।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X