বাংলাহান্ট ডেস্ক : ফের একবার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ উঠল বাংলাদেশে (Bangladesh)। সেদেশের অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর জেনারেল বেনজির আহমেদের বিরুদ্ধে হিন্দুদের জমি দখলের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ ক্ষমতায় থাকার সময় তিনি গায়ের জোরে দখল করেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের হিন্দুদের জমি।
এছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই অভিযোগের তদন্ত শুরু করেছে। অভিযুক্ত এই পুলিশকর্তা শেখ হাসিনা ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাই স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে সেদেশের শাসক দল আওয়ামী লিগ। অভিযোগ বেনজির আহমেদ এই দুই জেলায় প্রায় ৬০০ বিঘা জমি দখল করেছেন।
আরোও পড়ুন : জ্বালাময়ী গরমে স্কুল হয়ে উঠল স্যুইমিং পুল! আনন্দে জলকেলিতে মত্ত পড়ুয়াদের ভিডিও ভাইরাল
বাংলাদেশের সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, বাংলাদেশের প্রাক্তন পুলিশ ইন্সপেক্টর জেনারেল হিন্দু অধ্যুষিত গোপালগঞ্জ ও মাদারিপুর জেলায় কার্যত ক্ষমতার জোরে দখল করেছেন বহু হিন্দুর জমি। দখল করা জমির কিছু অংশে আবার তৈরি করা হয়েছে ইকোপার্ক। গোপালগঞ্জের সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামের এক বাসিন্দা জানিয়েছেন, প্রথমে ড্রোন উড়িয়ে জমির মানচিত্র তৈরি করে বেনজির আহমেদের লোকেরা।
আরোও পড়ুন : Jio, VI অতীত! এবার এক রিচার্জেই গ্রাহকদের বিরাট অফার দিচ্ছে এয়ারটেলের এই সস্তার প্ল্যান
এরপর সেই জমি লিখে দিতে বাধ্য করা হয়। এমনকি জমি লিখে না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। তাই ভয়ে তারা জমি লিখে দিতে বাধ্য হয়েছে। এখানকার বাসিন্দাদের প্রধান ভরসা ছিল চাষাবাদ। সম্বলের জমি হারিয়ে কোনও রকমে তারা জীবন যাপন করছেন। গোপালগঞ্জ ও মাদারিপুরের পাশাপাশি হিন্দুদের জমি দখলের অভিযোগ উঠেছে গাজিপুর, কালীগঞ্জেও।
সেদেশের দুর্নীতি দমন শাখা আপাতত বেনজিরের ৬২১ বিঘা জমি, গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট, ১৯টি কোম্পানির শেয়ার, ৩টি বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট এবং ৩০ লাখ টাকার ফিক্সড ডিপোজ়িটের সন্ধান পেয়েছে। বাংলাদেশের একটি জনপ্রিয় সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয় গত ৩১ শে মার্চ ও ২ এপ্রিল। তারপরেই সেদেশের অনুসন্ধানকারীরা শুরু করেন তদন্ত। তার মধ্যেই ২৭ টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ফেলেন বেনজির। এরপর তিনি সিঙ্গাপুরে পালিয়ে যান গত ৪ মে।